রাশিয়ার সঙ্গে বিশ্বকাপ বাছাই খেলবে না পোল্যান্ড

কাতার বিশ্বকাপ বাছাই পর্বের প্লে অফ খেলতে রাশিয়ায় না যাওয়ার আপত্তি আগেই জানিয়েছিল সুইডেন, চেক প্রজাতন্ত্র ও পোল্যান্ড। এবার দেশটির বিপক্ষে খেলবেই না বলে জানিয়েছে পোল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন। একই সঙ্গে সূচি নিয়ে নতুন করে ভাবার অনুরোধ করেছে দেশটির ফুটবল নিয়ন্ত্রক সংস্থা।

আগামী ২৪ মার্চ মস্কোতে রাশিয়ার বিপক্ষে বাছাইপর্বের ম্যাচ খেলার কথা পোল্যান্ডের। তবে রাশিয়া ও ইউক্রেনের এমন পরিস্থিতিতে এ দুই দেশের ক্লাব তথা জাতীয় দলের কোনো ম্যাচ, আপাতত নিরপেক্ষ কোনো স্থানেই খেলা হবে বলেই জানিয়েছে উয়েফা। তবে এবার নিরপেক্ষ ভেন্যুতেও রাশিয়ার বিপক্ষেই না খেলার সিদ্ধান্ত নিয়েছে পোল্যান্ড।

গত বৃহস্পতিবার দিনের শুরুতে ইউক্রেনে ব্যাপক হামলা শুরু করে রাশিয়া। রাশিয়ার প্রেসিডেন্টের নির্দেশে হামলা শুরু করে তারা। বিভিন্ন শহর ও সামরিক ঘাঁটিতে বিমান হামলা বা গোলাবর্ষণ করে। তারই প্রতিবাদ স্বরূপ রাশিয়ার সঙ্গে না খেলার সিদ্ধান্ত নিয়েছে পোল্যান্ড।

পোলিশ ফুটবল এসোসিয়েশন সভাপতি চেজারি কুলেসজা স্থানীয় সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিকের সঙ্গে আলাপকালে বলেছেন, 'আর কোনো কথা নয়, এবার কাজ করে দেখানোর সময়। রাশিয়ান ফেডারেশনের ইউক্রেনের ওপর আক্রমণের প্রতিবাদে আমরা বাছাইপর্বের ম্যাচে তাদের বিপক্ষে না খেলার সিদ্ধান্ত নিয়েছি। এটাই একমাত্র সঠিক সিদ্ধান্ত।'

একই সঙ্গে তাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য সুইডেন এবং চেক প্রজাতন্ত্রকেও আমন্ত্রণ জানিয়েছে পোল্যান্ড এফএ। এ প্রসঙ্গে কুলেসজা আরও বলেন, 'আমরা এই ব্যাপারে সুইডেন এবং চেক প্রজাতন্ত্রের সঙ্গে কথা বলার আমন্ত্রণ জানিয়েছি। এবং আমাদের সঙ্গে একাত্মতা প্রকাশের আহ্বান জানিয়ে ফিফার সঙ্গে আলোচনার আমন্ত্রণ জানিয়েছি।'

রাশিয়ান হামলায় প্রথম দিনই ৪০ সেনা ও ১০ বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। শুক্রবার ভোর থেকেই কিয়েভে ক্ষেপণাস্ত্র বর্ষণও করে আসছে তারা। কিয়েভেও ঢুকে পড়েছে রুশ সেনারা। তাদের আটকানোর চেষ্টা চালাচ্ছে ইউক্রেন সেনারা। প্রতিরোধ গড়তে বেসামরিক নাগরিকদের যে কেউ যুদ্ধে যোগ দেওয়ার আহবান জানিয়েছেন ইউক্রেনের কমান্ডার ইয়োরি গালুশকিন।

Comments

The Daily Star  | English
Kudos for consensus in some vital areas

Kudos for consensus in some vital areas

If our political culture is to change, the functioning of our political parties must change dramatically.

4h ago