কিয়েভ থেকে ১৮ মাইল দূরে রুশ বাহিনী, যুক্তরাজ্যের গোয়েন্দা তথ্য

রাশিয়ার বেশিরভাগ বাহিনী এখন কিয়েভের কেন্দ্র থেকে মাত্র ১৮.৬ মাইল (৩০ কিলোমিটার) দূরে আছে বলে জানিয়েছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। সিএনএনের প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার ব্যাপক সামরিক অভিযান শুরু পরে রুশ সেনাদের সঙ্গে লড়াইয়ে ইউক্রেনের একজন ফায়ারম্যান একটি ক্ষতিগ্রস্ত গাড়ির কাছে হাঁটু গেড়ে বসে আছে। ২৬ ফেব্রুয়ারি, ২০২২ ছবি: রয়টার্স।

রাশিয়ার বেশিরভাগ বাহিনী এখন কিয়েভের কেন্দ্র থেকে মাত্র ১৮.৬ মাইল (৩০ কিলোমিটার) দূরে আছে বলে জানিয়েছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। সিএনএনের প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

রাশিয়াকে সতর্ক করে বলা হয়েছে, হতাহতের সংখ্যা ক্রেমলিনের প্রত্যাশার চেয়েও বেশি হতে পারে।

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ গোয়েন্দা আপডেট অনুযায়ী, রাশিয়া এখনো ইউক্রেনের আকাশসীমা নিয়ন্ত্রণে নিতে পারেনি। যা রাশিয়ান বিমান বাহিনীর কার্যকারিতা ব্যাপকভাবে হ্রাস করেছে।

এক বিবৃতিতে বলা হয়, ইউক্রেনের সশস্ত্র বাহিনী সারা দেশে কঠোর প্রতিরোধ গড়ে তুলছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শনিবার তার সর্বশেষ ভিডিও বার্তায় নাগরিকদের বলেছেন, রাজধানী কিয়েভ এখনো তাদের নিয়ন্ত্রণে আছে এবং 'লড়াই চলছে'।

Comments