করোনায় আক্রান্ত শ্রুতি হাসান

শ্রুতি হাসান। ছবি: সংগৃহীত

ভারতের দক্ষিণি সিনেমার অভিনেত্রী শ্রুতি হাসান করোনায় আক্রান্ত হয়েছেন। এই অভিনেত্রী ইনস্টাগ্রামে তার ভক্তদের এ খবর জানিয়েছেন।

ইনস্টাগ্রাম পোস্টে শ্রুতি জানান, সব ধরনের করোনা বিধি ও সতর্কতা মেনে চলার পরও তিনি করোনা পজিটিভ হয়েছেন। তবে, সুস্থ হয়ে দ্রুত কাজ ফিরবেন তিনি।

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, শ্রুতি হাসান ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে সবসময় নিজের জীবনের আপডেট শেয়ার করতে পছন্দ করেন। রোবাবর (২৭ ফেব্রুয়ারি) তিনি করোনা পজিটিভ হওয়ার খবর শেয়ার করেছেন। সেখানে লেখা ছিল, হ্যালো সবাই! সব সুরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও আমি কোভিড পজিটিভ শনাক্ত হয়েছি। আমি কাজে ফিরতে আর অপেক্ষা করতে পারছি না! আপনাদের ধন্যবাদ এবং শিগগির আপনাদের সঙ্গে দেখা হবে।

শ্রুতি হাসানকে সর্বশেষ অ্যামাজন প্রাইমের সিরিজ বেস্টসেলারে দেখা যায়। এতে তার সঙ্গে আরও অভিনয় করেছেন- মিঠুন চক্রবর্তী, অর্জুন বাজওয়া, গওহর খান, সত্যজিৎ দুবে এবং সোনালী কুলকার্নি। সিনেমার কথা বলতে গেলে- শ্রুতিকে প্রভাসের সঙ্গে সালারে দেখা যাবে। সিনেমাটি পরিচালনা করেছেন চলচ্চিত্র নির্মাতা প্রশান্ত নীল এবং এতে জগপতি বাপুও অভিনয় করছেন।

Comments

The Daily Star  | English

Macroeconomic challenges to persist in Jul-Dec: BB

BB highlights inflation, NPLs, and tariff shocks as key concerns

3h ago