শেষ ম্যাচেও টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ 

সিরিজ নিশ্চিত করলেও শেষ ওয়ানডেতে কোন পরীক্ষা নিরীক্ষার মধ্যে যাচ্ছে না বাংলাদেশ। এই ম্যাচেও একাদশে আসেনি কোন বদল। 
Toss
ছবি: ফিরোজ আহমেদ

দ্বিতীয় ওয়ানডের মতো তৃতীয় ওয়ানডেতেও টস জিতেছে বাংলাদেশ। অধিনায়ক তামিম ইকবাল কোন দ্বিধা না করে এবারও আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন। 

সিরিজ নিশ্চিত করলেও শেষ ওয়ানডেতে কোন পরীক্ষা নিরীক্ষার মধ্যে যাচ্ছে না বাংলাদেশ। এই ম্যাচেও একাদশে আসেনি তাই কোন বদল। 

বাংলাদেশ অধিনায়ক জানান, দ্বিতীয় ম্যাচের মতই পরিকল্পনা তাদের। আগে ব্যাট করে বড় রান করে প্রতিপক্ষকে চাপে ফেলতে চান তারা। আগের ম্যাচে টস জিতলে আগে বোলিং করার কথা বলেছিলেন আফগান অধিনায়ক হাসমতুল্লাহ শহিদি। তবে তার ভাবনায় এসেছে বদল। এই ম্যাচে টস জিতলে আগে ব্যাট করার সিদ্ধান্তই নিতেন বলে জানিয়েছেন। 

বাংলাদেশে একাদশে কোন বদল না আনলেও একটি বদল এনেছে আফগানরা। পেসার বাঁহাতি পেসার ফরিদ আহমেদের জায়গায় একাদশে এসেছেন অলরাউন্ডার গুলবদিন নাইব। 

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলি চৌধুরী রাব্বি, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ:  রাহমানুল্লাহ গুরবাজ, রিয়াজ হাসান, রহমত শাহ, হাসমতুল্লাহ শহিদি, নাজিবুল্লাহ জাদরান, গুলাবদিন নাইব, মোহাম্মদ নবি, রশিদ খান, মুজিব-উর রহমান, আজমতুল্লাহ ওমরজাই, ফজল হক ফারুকি। 

Comments