গুরবাজকে তিনবার জীবন দিলেন মুশফিক-মাহমুদউল্লাহ

রাহমানুল্লাহ গুরবাজ ম্যাচ শেষে বড় একটা ধন্যবাদ দিতে পারেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদকে
rahmanullah gurbaz
গুরবাজকে আউট করার সুযোগ নিতে পারেনি বাংলাদেশ। ছবি: ফিরোজ আহমেদ

রাহমানুল্লাহ গুরবাজ ম্যাচ শেষে বড় একটা ধন্যবাদ দিতে পারেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদকে। কয়েক মিনিটের ব্যবধানে এই দুজনই যে তার দুই সহজ ক্যাচ রাখতে পারলেন না মুঠোয়। পরে একটি কঠিন ক্যাচও ছুটে যায় মুশফিকের কাছ থেকে।

২৩তম ওভারে শরিফুলের লেগ স্টাম্পের উপর বাউন্সারে পুল করতে গিয়ে ব্যাটে নিতে পারেননি। তার গ্লাভসে লেগে বল যায় উইকেটের পেছনে। কিন্তু মুশফিক নাগালের মধ্যে সে ক্যাচ হাতে নিতে পারেননি। তখন ৬০ রানে ছিলেন গুরবাজ।

এক ওভার পর ২৫তম ওভারে আবার তিনি দিয়েছিলেন সুযোগ। এবারও দুর্ভাগা বোলার শরিফুল। তার করা পুল শট টাইমিংয়ে গড়বড় হয়ে যায়। সহজ ক্যাচ গেল স্কয়ার লেগে। কিন্তু সহজ সেই ক্যাচ হাত থেকে ফেলে দেন মাহমুদউল্লাহ। তখন গুরবাজের রান ৬১।

কাহিনীর শেষ হয়নি তখনো। ২৭তম ওভার গুরবাজ সুযোগ দেন আরেকবার। ক্রিজ থেকে সরে খেলতে চেয়েছিলেন শট। টপ এজ হয়ে যায় তার উইকেটের পেছনে। লাফিয়ে হাত লাগালেও ক্যাচ ধরা হয়নি মুশফিকের। উলটো তিনি চোট পান, হয়ে যায় বাউন্ডারিও।

উইকেটের পেছনে এই ম্যাচে বেশ নড়বড়ে দেখা গেছে মুশফিককে। সাকিব আল হাসানের বলে রিয়াজ হাসানকে স্টাম্পিং করেছেন দুই দফায়।

জীবন পেয়ে ম্যাচ দ্রুত শেষ করার দিকে নিয়ে যাচ্ছেন গুরবাজ। ১৯৪ রান তাড়ায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৭ ওভারে আফগানিস্তানের রান ১ উইকেটে ১৩৮। ৭৫ বলে ৭৪ রানে অপরাজিত আছেন গুরবাজ।

Comments

The Daily Star  | English

How hot is too hot?

Scientists say our focus should not be on just heat, but a combination of heat and humidity

1h ago