হতাশ তামিমের ব্যক্তিগত লক্ষ্য চারে থেকে বিশ্বকাপে ওঠা

সুপার লিগে আর মাত্র তিনটি সিরিজ বাকি আছে বাংলাদেশের। সামনে থাকা এই চ্যালেঞ্জিং সিরিজগুলোর কারণে আফগানদের কাছে পয়েন্ট হারানো ভীষণ পোড়াচ্ছে দলের অধিনায়ককে।
ছবি: ফিরোজ আহমেদ

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে বাংলাদেশ। কিন্তু আফগানিস্তানের কাছে তৃতীয় ওয়ানডেতে হেরে তারা হাতছাড়া করেছে শীর্ষস্থান মজবুত করার সুবর্ণ সুযোগ। এ নিয়ে যারপরনাই হতাশ হলেও ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের লক্ষ্য, সুপার লিগের পয়েন্ট তালিকার চারে থেকে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেওয়া।

আগামী ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ বসবে ভারতের মাটিতে। স্বাগতিকদের সঙ্গে সুপার লিগের পয়েন্ট তালিকার অন্য শীর্ষ সাত দল পাবে বিশ্বকাপের মূল পর্বে সরাসরি খেলার টিকিট। তাই সুপার লিগের অন্তর্ভুক্ত প্রতিটি সিরিজের প্রতিটি ম্যাচই ভীষণ গুরুত্বপূর্ণ। তবে সোমবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানদের কাছে হেরে মূল্যবান ১০ পয়েন্ট হারিয়েছে বাংলাদেশ।

প্রথম দুই ওয়ানডেতে জিতে সিরিজ ঘরে তোলা আগেই নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। কিন্তু আফগানদের হোয়াইটওয়াশ করে আরও ১০ পয়েন্ট যোগ করতে ব্যর্থ হওয়ায় ম্যাচের পর সংবাদ সম্মেলনে তামিমের কণ্ঠে ঝরে হতাশা, 'খুবই হতাশ। আমি আজকে খেলা শুরুর আগেও বলেছি, এই ম্যাচটা সম্ভবত খুবই গুরুত্বপূর্ণ। আমরা সিরিজ জিতে গেছি। তবুও এটা অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল। কারণ, এখন আর সে পরিস্থিতি নেই যে আপনি একটা ম্যাচ না-ও জেতেন, সমস্যা নাই। প্রত্যেক ম্যাচেই পয়েন্ট আছে। প্রত্যেক ম্যাচেরই আলাদা মূল্য আছে। সেদিক থেকে আমি খুবই হতাশ। কারণ, নিজেদের খেলাটা খেলতে পারিনি, যেটা আমরা দ্বিতীয় ম্যাচে খেলেছি।'

সুপার লিগে আর মাত্র তিনটি সিরিজ বাকি আছে বাংলাদেশের। চলতি বছর দক্ষিণ আফ্রিকা ও আয়ারল্যান্ডের মাটিতে খেলবে তারা। আগামী বছর ঘরের মাটিতে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড। সামনে থাকা এই চ্যালেঞ্জিং সিরিজগুলোর কারণে আফগানদের কাছে পয়েন্ট হারানো ভীষণ পোড়াচ্ছে বাংলাদেশ অধিনায়ককে, 'আমি আসলে হতাশ পয়েন্ট হারিয়ে। কারণ, আপনি কখনও ভবিষ্যৎ বলতে পারেন না। আমাদের দক্ষিণ আফ্রিকায় খেলতে হবে, ইংল্যান্ডের বিপক্ষে (ঘরের মাটিতে) খেলতে হবে, আয়ারল্যান্ডের বিপক্ষে আয়ারল্যান্ডের মাটিতে খেলতে হবে। কোনো কিছুই নিশ্চিত না। যখন আপনার এ ধরনের সুযোগ থাকবে (ঘরের মাঠে আফগানদের বিপক্ষে), তখন সেটার সর্বোচ্চ সুবিধাটা তুলে নিতে হবে।'

পয়েন্ট তালিকায় বাংলাদেশের যে অবস্থান, তাতে বিশ্বকাপে সরাসরি ঠাঁই না পাওয়াই হবে বিস্ময়কর। তবে কোনোরকমে নয়, দাপটের সঙ্গে সেটা নিশ্চিত করতে চান তামিম, 'যদি একটা-দুইটা ম্যাচও জিতি আর, হয়তো আমরা বিশ্বকাপের জন্য কোয়ালিফাই করব। কিন্তু এটা আমার লক্ষ্য না। আমার ব্যক্তিগত লক্ষ্য হলো, বাংলাদেশ সেরা চারে থেকে শেষ করবে। আপনি যদি সাত বা আট নম্বর হয়ে বিশ্বকাপের জন্য কোয়ালিফাই করেন, তাহলে সেটা কোনো পার্থক্য তৈরি করে না। যদি আমরা সেরা চারে থেকে যেতে পারি, সেটাই একটা ব্যাপার হবে। অধিনায়ক হিসেবে চারে থেকে শেষ করাই আমার লক্ষ্য। কয় ম্যাচ জিততে পারি, কত পয়েন্ট- এসব আমার কাছে বিষয় না। আমার কথা হলো শীর্ষ চারে থাকা। '

Comments

The Daily Star  | English

Bangladesh to loosen interest rate on IMF prescription

However, the BB governor did not announce when Bangladesh Bank would introduce the flexible interest rate and exchange rate.

57m ago