নদীর বুক চিরে ইটভাটার রাস্তা!

একসময় এই নদীর পাড়ে কান পাতলে শোনা যেত পাখির কোলাহল। ফসল নিয়ে সারি বেঁধে কৃষক চলে যেত দূর দূরান্তের কোনো গ্রামে। একসময় এই পাড় ধরে চলত মহিষের গাড়ি।

এখন পাবনার ঈশ্বরদী উপজেলায় পদ্মার শাখা নদীটির সেই পাড় জুড়ে দেখা মেলে সারি সারি ইটের ভাটা।

দেখুন স্টার নিউজবাইটসে।

Comments

The Daily Star  | English

Gunfight on Meghna: ‘Robbers’ attack new police camp in Munshiganj

Police suspect arms used in attack were stolen from other police stations last year

30m ago