অনলাইনভিত্তিক ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য জামানত ছাড়া ঋণ

ফেসবুক ও অনলাইনভিত্তিক ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য জামানত ছাড়া ডিজিটাল ঋণ সুবিধা নিয়ে এসেছে শক্তি ফাউন্ডেশন ও ডেলিভারি টাইগার।
ক্ষুদ্রঋণ প্রদানকারী সংস্থা ও লজিস্টিক প্ল্যাটফর্ম দুটির মধ্যে সম্প্রতি এ বিষয়ে একটি চুক্তি সই হয়েছে। যার ফলে মাত্র ৭ দিনে ক্ষুদ্র উদ্যোক্তারা ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন।
সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে ঋণ আবেদন গ্রহণ, বিতরণ ও ঋণ পরিশোধ প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় একদিকে যেমন ক্ষুদ্র উদ্যোক্তারা প্রয়োজনের সময়ে দ্রুত ঋণ পাবেন, অন্যদিকে এই ঋণের সার্ভিস চার্জ অপেক্ষাকৃত কম হবে বলে জানান ডেলিভারি টাইগার-এর প্রধান নির্বাহী কর্মকর্তা এ কে এম ফাহিম মাশরুর।
শক্তি ফাউন্ডেশনের উপনির্বাহী পরিচালক ইমরান আহমেদ বলেন, 'ক্ষুদ্র উদ্যোক্তা যারা ট্রেড লাইসেন্স ও অন্যান্য কাগজপত্রের অভাবে ব্যাংক থেকে এসএমই ঋণ সুবিধা গ্রহণ করতে পারছেন না, তারাও এই ই-লোন সুবিধা সহজেই গ্রহণ করতে পারবেন।'
প্রতিষ্ঠান দুটির পক্ষ থেকে জানানো হয়েছে, এতে করে অনলাইনে খুচরা ব্যবসায়ীদের ব্যবসার জন্য ওয়ার্কিং ক্যাপিটালের চাহিদা পূরণ করা সম্ভব হবে।
এশিয়ান ডেভলপমেন্ট ব্যাংকের সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, বাংলাদেশে বর্তমানে ৫০ হাজার ফেসবুক পেজের মাধ্যমে ব্যবসা পরিচালনা করা হয়।
Comments