পেসারদের দিকেই তাকিয়ে বাংলাদেশ

প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের মেয়েরা। আর প্রথমবারই প্রতিকূল পরিবেশে খেলতে নামতে হচ্ছে বাঘিনীদের। নিউজিল্যান্ডের পেস বোলিং সহায়ক উইকেটে কাজটা বেশ কঠিনই তাদের জন্য। তবে সাম্প্রতিক সময়ে পেসারদের সাফল্যের পেসারদের ওপর আস্থা বেড়েছে বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানার।

আগামীকাল শনিবার ডানেডিনের ইউনিভার্সিটি ওভাল মাঠে শুরু হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। প্রথম ম্যাচে বাঘিনীদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। দুইবারের সেমি-ফাইনালিস্টদের বিপক্ষে ভালো কিছু করার জন্য জাহানারা-রিতু-লতাদের উপর তাকিয়ে আছেন বাংলাদেশ অধিনায়ক।

শুক্রবার ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে পেসারদের অপর আস্থা রেখে নিগার বলেছেন, 'সবশেষ দুটি প্রস্তুতি ম্যাচে পেসাররা কিন্তু অসম্ভব ভালো বল করেছে। কেউ শুরুটা ভালো না পেলেও শেষে ও মাঝে চেষ্টা করেছে পুষিয়ে দিতে। পেস বোলিং ইউনিট যেটা আছে, আমার দলের জন্য এটা সম্পদ। আমার এবং সবার বিশ্বাস, মূল ম্যাচগুলিতেও তারা তাদের পারফরম্যান্স ধরে রাখতে পারবে।'

অনেক দিন থেকেই পেস আক্রমণে বাংলাদেশের নেতৃত্ব দিয়ে আসছেন জাহানারা আলমে। তার সঙ্গে আছেন অভিজ্ঞ লতা মণ্ডল। সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে থাকা রিতু মনিও ভরসার অন্যতম নাম। এর বাইরে উঠতি দুই পেসার সুরাইয়া আজমিন ও ফারিহা ইসলাম তৃষ্ণাও সাম্প্রতিক সময়ের নিজেদের জাত চিনিয়েছেন। সবমিলিয়ে পেসারদের কাছ থেকে ভালো কিছুরই প্রত্যাশা করছেন বাংলাদেশ অধিনায়ক।

'সুনির্দিষ্ট করে বললে, রিতু মনি ধারাবাহিকভাবে ভালো বোলিং করে যাচ্ছে। তার প্রতি দলের আস্থা আছে। জাহানারা আলম অবশ্যই নতুন বলে সবসময় সাপোর্ট দিয়ে যাচ্ছেন। তরুণদের মধ্যে সবশেষ ম্যাচে ফারিহা তৃষ্ণা অসম্ভব ভালো বোলিং করেছে। ক্রিকেট বিশ্বের কাছে সে একদম অচেনা। তবে খুবই প্রতিভাবান বোলার। এই টুর্নামেন্টে তাকে কাজে লাগাতে পারলে আমাদের জন্য কার্যকর হবে।' - বলেন নিগার।

যে উইকেটে খেলবেন তা এরমধ্যেই দেখেছেন নিগার। এমন উইকেটে প্রতিপক্ষ পেসারদের সামলানোর রশদ রয়েছে বলে জানান তিনি, 'উইকেট অবশ্যই সুন্দর ও পেস বোলিং সহায়ক। তবে আমরা প্রস্তুত হয়েই এসেছি যে কীভাবে পেস বোলিং সামলাব। আমরা ব্যাটাররা প্রস্তুত আছি। যদি আমরা আমাদের খেলাটা খেলতে পারি, নিজেদের সেরাটা দিতে পারি, আমার কাছে মনে হয়, ভালো ম্যাচ আমরা খেলতে পারব।'

Comments

The Daily Star  | English

No scope to avoid fundamental reforms: Yunus

Conveys optimism commission will be able to formulate July charter within expected timeframe

7h ago