সংখ্যার আলোয় ওয়ার্নের যত কীর্তি

Shane Warne
ফাইল ছবি: সংগ্রহ

ক্রিকেট দুনিয়াকে স্তব্ধ করে শুক্রবার রানে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন স্পিন কিংবদন্তি শেন ওয়ার্ন। বিশ্বের সর্বকালের সেরা এই লেগ স্পিনার তার খেলোয়াড়ি জীবনে গড়েছেন অনেক কীর্তি। স্পিনের মায়াজালে এই অস্ট্রেলিয়ান মোহাবিষ্ট করে রেখেছেন ক্রিকেট ভক্তদের। সংখ্যার আলোয় দেখে নেওয়া যাক তার কিছু কীর্তি।

১০০১: আন্তর্জাতিক ক্রিকেটে শেন ওয়ার্নের উইকেট সংখ্যা। তিনি মাত্র দ্বিতীয় বোলার যিনি আন্তর্জাতিক ক্রিকেটে ১ হাজারের বেশি উইকেট নিয়েছেন। তার উপরে শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরন। টেস্ট ও ওয়ানডে মিলিয়ে মুরালির উইকেট ১৩৩৪টি।

৭০৮: ওয়ার্নের টেস্ট উইকেট সংখ্যা। ইতিহাসের প্রথম বোলার হিসেবে টেস্টে ৭০০ উইকেট স্পর্শ করেছিলেন তিনি। পরে তাকে ছাড়িয়ে যান মুরালিধরন। ৮০০ উইকেট নিয়ে ওয়ার্নের উপরে কেবল মুরালি।

৯৬: এক পঞ্জিকা বর্ষে ওয়ার্নের নেওয়া উইকেট সংখ্যা। নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর ২০০৫ সালে লেগ স্পিনের যাদুতে মোহাবিষ্ট করে ওয়ার্ন তুলেন ৯৬ উইকেট। এক পঞ্জিকা বর্ষে যা আজও ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ।

৩৭: টেস্টে ওয়ার্নের নেওয়া ৫ উইকেটের সংখ্যা। টেস্টে ওয়ার্নের চেয়ে বেশি ৫ উইকেট নেওয়ার কীর্তি আছে আর একজনের। ৬৭ বার ৫ উইকেট নিয়ে সবার উপরে মুরালিধরন।

১৪৪০: দ্রুততম বোলার হিসেবে টেস্টে ২০০ উইকেট স্পর্শ করতে ১ হাজার ৪৪০ দিন সময় নেন ওয়ার্ন।

১২৫: টেস্টে ওয়ার্ন ১২৫টি ক্যাচ নিয়েছিলেন। ক্রিকেট ইতিহাসে ওয়ার্ন দ্বিতীয় কোন ক্রিকেটার যিনি একই সঙ্গে কমপক্ষে ৩০০ উইকেট ও ১০০টির বেশি ক্যাচ নিয়েছেন।

৩১৫৪: কোন সেঞ্চুরি না করে টেস্টে সবচেয়ে বেশি রান ওয়ার্নের। সেঞ্চুরিবিহীন তিনি করেছেন ৩ হাজার ১৫৪ রান।

Comments

The Daily Star  | English
Mirza Fakhrul on polls

Efforts on to make polls questionable and delayed: Fakhrul

Says Chief Adviser Yunus has assured BNP that the election will be held in February 2026

3h ago