বাংলাদেশই উইকেট বুঝতে পারেনি: নবি

ছবি: ফিরোজ আহমেদ

প্রতিপক্ষের শক্তিমত্তা ও দুর্বলতার কথা চিন্তা করে অনেক সময় ভিন্নধর্মী উইকেট বানিয়ে থাকে বাংলাদেশ। আদতে দেখা যায় তেমন উইকেটে খেলতে অভ্যস্ত নয় টাইগাররাও। পরে উইকেট বুঝতে বুঝতেই হেরে যায় বাংলাদেশ। ঠিক যেমনটা হয়েছে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে।

শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের কাছে ৮ উইকেটে হেরে গেছে বাংলাদেশ। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১১৫ রান করে টাইগাররা। জবাবে ১৪ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছায় আফগানিস্তান।

এদিন উইকেটে নেমেই আগ্রাসী ব্যাটিং করতে গিয়ে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে টাইগাররা। ৪৫ রানেই প্রথম সারীর চার উইকেট হারায়। এরপর মুশফিক ও মাহমুদউল্লাহ উইকেট বুঝে ব্যাটিং করেন বটে, তবে রানের গতি বাড়াতে গিয়ে ভুলটা করে বসেন। যার খেসারৎ দিতে হয় দলকে।

আর এ বিষয়টি নিয়ে ম্যাচ শেষ সংবাদ সম্মেলনে আফগানিস্তান দলের অধিনায়ক মোহাম্মদ নবি বললেন, 'উইকেট দেখতে ভালোই ছিল। এটা কেউই... আমার তো মনে হয় বাংলাদেশও পিচ বুঝতে পারেনি।'

একই মোক্ষম এক খোঁচা মেরেছেন আফগান অধিনায়ক, 'এটা প্রায়শই হয় বাংলাদেশে, তারা বুঝতে পারেনি উইকেট ব্যাটিংয়ের জন্য খুব একটা ভালো নয়। ফলে আমরা পরিকল্পনা করে অল্প রানে তাদের আটকে রাখতে পেরেছি। এ কারণে বোলাররা খুব ভালো করেছে। বিশেষ করে ফিল্ডাররা তাদের ভালো সাহায্য করতে পেরেছে।'

অথচ প্রথম ম্যাচে এই আফগানিস্তানের বিপক্ষে সহজেই জিতেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ঠিক তার উল্টো। মূলত নিজেদের ভুল থেকে শিক্ষা নিয়ে এদিন জয় তুলে নিতে পেরেছেন বলে জানান আফগান অধিনায়ক, 'দুই ম্যাচেই আমরা সন্তুষ্ট। কারণ প্রথম ম্যাচে আমরা ব্যাটিংয়ে কিছু ভুল করছি এবং সেই ভুল থেকে দ্বিতীয় ম্যাচে আমরা শিক্ষা নিয়েছি।'

Comments

The Daily Star  | English
Pipeline to Carry Diesel to Dhaka From Ctg

Pipeline ready to carry fuel from Ctg to Dhaka

Chattogram-Dhaka fuel pipeline set for inauguration after successful trial runs

12h ago