অবৈধ-ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে জোরদার হচ্ছে অভিযান!

অবৈধ ও ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে কঠোর হওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নসিমন-করিমন, ইজিবাইকসহ সব ধরণের অবৈধ যানের বিরুদ্ধে দেশব্যাপী অভিযান জোরদার করা হবে। গত ২ মার্চ বিআরটিএর সদর দপ্তরে এক সভায় এ সিদ্ধান্ত হয়।

এদিকে প্রতি বছর সড়ক দুর্ঘটনা বাড়ছে। এসব অভিযান চালিয়ে কি দুর্ঘটনা রোধ করা সম্ভব হবে? নাকি আগের মতো এবারও আলোচনার টেবিলের সিদ্ধান্ত বাস্তবে কোনো পরিবর্তন আনতে পারবে না?

স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুমে সড়ক নিরাপত্তায় বিআরটিএর নতুন সিদ্ধান্ত কতটুকু কাজে লাগবে, তা নিয়ে দেবযানী শ্যামার সঙ্গে আলোচনায় আছেন দ্য ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার তুহিন শুভ্র অধিকারী।

Comments

The Daily Star  | English

JnU students, teachers call off protest after assurances

All the activities of the university will resume from tomorrow

5h ago