২৬ মার্চ থেকে প্রতিদিন ইউএস-বাংলার ঢাকা-কলকাতা ফ্লাইট

আগামী ২৬ মার্চ থেকে সপ্তাহে ২ দিনের পরিবর্তে প্রতিদিন ঢাকা থেকে ভারতের কলকাতায় ফ্লাইট পরিচালনার সিদ্বান্ত নিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। 

আগামী ২৬ মার্চ থেকে সপ্তাহে ২ দিনের পরিবর্তে প্রতিদিন ঢাকা থেকে ভারতের কলকাতায় ফ্লাইট পরিচালনার সিদ্বান্ত নিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। 

আজ শুক্রবার ইউএস-বাংলার পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

অতিরিক্ত যাত্রী চাহিদার কারণে ইউএস-বাংলা এয়ারলাইন্স কলকাতা ফ্লাইট সংখ্যা বৃদ্ধির এ সিদ্ধান্ত নিয়েছে।

কলকাতায় বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। বর্তমানে ইউএস-বাংলার বিমান বহরে ৬টি বোয়িং ৭৩৭-৮০০ ও ৭টি এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফটসহ মোট ১৬টি এয়ারক্রাফট রয়েছে। 

কলকাতা ছাড়াও আন্তর্জাতিক রুটে চেন্নাই, মালে, শারজাহ, দুবাই, মাস্কাট, দোহা, সিঙ্গাপুর, কুয়ালালামপুর, গুয়াংজু-তে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা।

Comments

The Daily Star  | English
Bangladesh Bank has to provide info that people have right to know: Arafat

Bangladesh Bank has to provide info that people have right to know: Arafat

Bangladesh Bank will have to provide all information that public has a right to know, State Minister for Information and Broadcasting, Mohammad Ali Arafat, said today

1h ago