চুরি-ছিনতাই-মাদকের নিরাপদ জায়গা কবরস্থান!

কবরস্থান বা গোরস্থান মুসলমান ধর্মাবলম্বীদের একটি পবিত্র স্থান। ধর্মীয় অনুশাসন মেনে এখানে মরদেহ দাফন করা হয়। বিশেষ কিছু দিন ছাড়া কবরস্থান সাধারণত জনমানবশূন্য থাকে।

কিন্তু, অবাক করার বিষয়- ঢাকার অধিকাংশ কবরস্থানগুলো অরক্ষিত ও অপরাধের অভয়ারণ্য হয়ে উঠেছে।

কবরস্থানগুলোকে কেন্দ্র করে অপরাধের নিরাপদ রাজ্য গড়ে তুলেছে অপরাধচক্র। কবরস্থান দখল করে ঘর নির্মাণ, চুরি, ছিনতাই থেকে শুরু করে মাদক কেনাবেচাসহ অন্যান্য অনৈতিক কর্মকাণ্ডের নিরাপদ জায়গা হিসেবে বেছে নেওয়া হচ্ছে কবরস্থানগুলো।

অনুসন্ধানে উঠে আসা লোমহর্ষক ও চাঞ্চল্যকর বিভিন্ন অপরাধের খণ্ড চিত্র নিয়ে আজকের স্টার ক্রাইম ফাইলস।
 

Comments

The Daily Star  | English

Why 1971 still casts a shadow in Bangladesh-Pakistan relations

The truth of the 1971 remains buried in denial, distortion, and evasion

2h ago