ইসির সংলাপে যাননি আমন্ত্রিত ৩০ শিক্ষাবিদের ১৭ জন

নির্বাচন কমিশনের প্রথম দিনের সংলাপে যাননি আমন্ত্রিত শিক্ষাবিদদের ১৭ জন। ছবি: স্টার

আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে সংলাপ হয়। সংলাপের প্রথম দিনে ৩০ জন আমন্ত্রিত শিক্ষাবিদের মধ্যে ১৭ জনই যাননি।

প্রথম দিনের সংলাপে আমন্ত্রিতদের মধ্যে যেসব শিক্ষাবিদ যাননি তাদের মধ্যে আছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, অধ্যাপক মনজুরুল ইসলাম, ঢাবির সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, অধ্যাপক ইমতিয়াজ আহমেদ, অধ্যাপক আসিফ নজরুল, অধ্যাপক ফেরদৌস হাসান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফারজানা ইসলাম, অধ্যাপক দিলারা চৌধুরী।

তবে প্রথম দিনেই সংলাপ হোঁচট খাওয়ার কথা মানতে চাননি প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। আমন্ত্রিতদের অধিকাংশের না আসার ব্যাপারে তিনি বলেন, 'তারা হয়ত কাজে ব্যস্ত আছেন।'

সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে বিভিন্ন পক্ষের মতামত নিয়ে একটি কর্মপন্থা নির্ধারণ করতে ধারাবাহিকভাবে সংলাপ করার কথা জানিয়েছে ইসি। শিক্ষাবিদ ছাড়াও সুশীল সমাজের প্রতিনিধি, নির্বাচন বিশেষজ্ঞ, সাংবাদিকসহ অন্যান্য অংশীজনদের সঙ্গে ইসির সংলাপে বসার কথা আছে।

ইসি কর্মকর্তারা জানান, সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে আগামী ২২ মার্চ সংলাপের পরিকল্পনা করা হচ্ছে। সাংবাদিকদের সঙ্গে সংলাপ হতে পারে ৩০ মার্চ।

Comments

The Daily Star  | English

PSC announces major changes to ease BCS recruitment process

The PSC chairman says they want to complete the entire process — from prelims to recruitment — in 12 months

2h ago