রুট ‘উপড়াতে’ না পারার মাশুল দিল ওয়েস্ট ইন্ডিজ

ইংল্যান্ড অধিনায়ক জো রুট যেন রান মেশিন। দলের পরিস্থিতি যেমনই হোক নিজের ব্যাটিংকে যেন অন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন তিনি। সর্বশেষ ১২ মাসে এই ডানহাতির ব্যাট থেকে এসেছে সর্বোচ্চ ৫ সেঞ্চুরি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্টেও সেঞ্চুরি করলেন তিনি।
ব্রিজটাউনে দ্বিতীয় টেস্টে ব্যাটিং বেছে নিয়ে প্রথম দিনে ৩ উইকেটে ২৪৪ রান করেছে ইংল্যান্ড। যার ১১৯ রানই এসেছে রুটের ব্যাট থেকে।
অথচ তাকে সেঞ্চুরি তো দূরে থাক ফিফটির আগেই ফেরাতে পারত ক্যারিবিয়ানরা। দুবার পরিষ্কার জীবন পেয়ে সুযোগ হাতছাড়া করেননি ক্যারিয়ারে ফর্মের তুঙ্গে থাকা এই ব্যাটার।
২৩ রানে ওয়েস্ট ইন্ডিজ রিভিউ না নেওয়ায় আউট হয়েও বেঁচে যান রুট। জেসন হোল্ডারের বলে রুটের ব্যাট ছুঁয়ে ক্যাচ গেলেও তা টের পাননি কেউ। রিপ্লে দেখে আক্ষেপে পুড়তে হয় ক্রেইগ ব্রাথওয়েটদের। ৩৪ রানে তার ক্যাচ ছেড়ে দেন উইকেটকিপার জশুয়া দা সিলভা।
এরপর আর কোন সুযোগ দেননি ইংল্যান্ড কাপ্তান। ক্যারিয়ারে ২৫তম সেঞ্চুরি রাঙিয়েছেন সমহিমায়।
টস জিতে ইংল্যান্ডের শুরুটা অবশ্য ভাল ছিল না। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান জ্যাক ক্রলি ফেরেন কোন রান না করেই। আলেক্স লিসকে নিয়ে এরপর ৭৬ রানের জুটি পান রুট। ৩০ করে লিস ফেরার পর ড্যান লরেন্সকে নিয়ে ছুটে চলে তার পথ। এই দুজনের জুটিতে আসে ১৬৪ রান।
সেঞ্চুরির কাছে থাকা লরেন্সকে হতাশায় পুড়ান হোল্ডার। দিনের একদম শেষ ভাগে ৯১ করা এই ব্যাটারকে তুলে নেন তিনি।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড প্রথম ইনিংস: ৮৯.৫ ওভারে ২৪৪/৩ (লিস ৩০, ক্রলি ০, রুট ১১৯*, লরেন্স ৯১; রো ০/২৮, সিলস ১/৩০, জোসেফ ০/৫৪, পেরমল ১/৬১, হোল্ডার ১/৫২, বোনার ০/৩, ব্র্যাথওয়েট ০/১৫)
Comments