ইভিএম এখনো বুঝে উঠিনি, বিষয়টি নিয়ে পরে কথা বলবো: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ছবি: ইউএনবি

ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এখনও বুঝে উঠতে পারেননি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

তিনি বলেন, 'ইভিএম আমরা এখনও বুঝে উঠিনি। বিষয়টি নিয়ে আমরা পরে কথা বলবো।'

 আজ শুক্রবার বিকালে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন সিইসি ।

এ সময় সব দলের সহযোগিতায় যেকোনো নির্বাচন আয়োজন করতে চান বলে কাজী হাবিবুল আউয়াল জানান।

তিনি বলেন, 'আমাদের কাজ হচ্ছে আইন এবং সংবিধান অনুযায়ী নির্বাচন পরিচালনা করা। জাতীয় নির্বাচন হোক আর স্থানীয় সরকার নির্বাচন হোক আমাদের দায়িত্ব আইনের আলোকে সকল দলের অংশগ্রহণে নির্বাচন পরিচালনা নিশ্চিত করা। আমরা আশা করি আগামী জাতীয় নির্বাচন অংশগ্রহণমূলক হবে। নির্বাচন অংশগ্রহণমূলক হলে সবাই আনন্দিত হবে।'

সিইসির দায়িত্ব নেওয়ার পর প্রথম বারের মতো ৪ দিনের সফরে চট্টগ্রাম আসেন সিইসি কাজী হাবিবুল আওয়াল।

এ সময় উপস্থিত ছিলেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলাম ।

প্রসঙ্গত, ৪ দিনের সফরে চট্টগ্রাম আসেন সিইসি। শনিবার সকালে নিজ বাড়ি সন্দ্বীপের উদ্দেশ্য যাত্রা শুরু করবেন এবং সেখানে অবস্থান করবেন। পরের দিন রোববার বেলা ১১টায় সন্দ্বীপ উপজেলায় স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সোমবার সকালে সন্দ্বীপ থেকে চট্টগ্রাম ফিরে ঢাকার উদ্দেশে রওনা দেবেন সিইসি।

Comments

The Daily Star  | English

Rising tea prices bring new life to northern growers

Better rates, higher yields, and improved quality are revitalising tea cultivation

11h ago