মাশরাফিদের হতাশ করে সেঞ্চুরিতে দ্যুতি ছড়ালেন শাহাদাত দিপু

shahadat hossain dipu
শাহাদাত হোসেন দিপু। ছবি: ফিরোজ আহমেদ

বিপদে পড়া দলকে দিশা দিয়ে সেঞ্চুরি করেছিলেন রাকিবুল হাসান নয়ন। তাতে লড়াইয়ের পুঁজি পেয়েছিল মাশরাফি মর্তুজাদের লিজেন্ডস অব রূপগঞ্জ। রান তাড়ায় ওপেন করতে নেমে দারুণ এক সেঞ্চুরি করে প্রাইম ব্যাংককে জিতিয়েছেন শাহাদাত হোসেন দিপু।

সোমবার বিকেএসপির চার নম্বর মাঠে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে রূপগঞ্জকে ৪ উইকেটে হারিয়েছে প্রাইম ব্যাংক। আগে ব্যাট করে রাকিবুলের ১২১ ও অধিনায়ক নাঈম ইসলামের ৯১ রানে ২৬৫ রান করেছিল রূপগঞ্জ। দিপুর ১৩১ রানের ইনিংসে  ১১ বল আগেই ওই রান পেরিয়ে যায় প্রাইম ব্যাংক।

২৬৬ রান তাড়ায় এনামুল হক বিজয়ের সঙ্গে দারুণ জুটি গড়েন দিপু। মাশরাফিদের হতাশ করে ২৪ ওভার পর্যন্ত অবিচ্ছিন্ন থেকে যান তারা। বিজয় ৫৩ করে বিদায় নিলে ভাঙে ১২৫ রানের জুটি। ভারতীয় অভিমন্যু ঈশ্বরণ এদিনও করেন হতাশ। নাসির হোসেন, শামসুর রহমান শুভরাও রান পাননি।

Mashrafe Mortaza
ঢাকা প্রিমিয়ার লিগ বল করছেন মাশরাফি মর্তুজা। ছবি- ফিরোজ আহমেদ

আচমকা পথ হারিয়ে বসেছিল প্রাইম। কিন্তু দিপু ছিলেন অবিচল। শেখ মেহেদী হাসানের সঙ্গে ৩৭ রানের জুটি গড়ে এগিয়ে নেন দলকে। মেহেদীর বিদায়ের পর অধিনায়ক অলক কাপালি কাটা পড়েন মাশরাফির বলে। বাংলাদেশের সাবেক অধিনায়ক আগের ম্যাচের মত এদিনও ৬০ রান খরচায় পান ওই একটাই উইকেট।

কিছু উইকেট পড়লেও লাগাম কখনো হারায়নি প্রাইম ব্যাংক, দিপুর সঙ্গে মিলে  নাহিদুল ইসলাম এসে ৮ বলে ২৮ করে সমীকরণ করে দেন সহজ। দিপু সেঞ্চুরি করে অপরাজিতই থেকে যান। ১৪৫ বলের ইনিংসে ৯ চার ১ ছক্কায় ১৩১ করেন তিনি।

এর আগে ব্যাটিং বেছে ২০ রানেই ৩ উইকেট হারিয়েছিল রূপগঞ্জ। এরপর রাকিবুল-নাঈম গড়েন ২০০ রানের। নাঈম ৯ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করলেও রাকিবুল তুলে নেন শতক। শেষ দিকে মাশরাফি নেমে ১৪ বলে ১৯ করলে ভদ্রস্থ পুঁজি পেয়েছিল রূপগঞ্জ। কিন্তু শেষ তা যথেষ্ট ছিল না।

Comments

The Daily Star  | English

Govt relieves Kuet VC, Pro-VC of duties to resolve crisis

A search committee will soon be formed to appoint new candidates to the two posts

3h ago