মশা নিয়ে আমি বিব্রত: চসিক মেয়র

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র রেজাউল করিম চৌধুরী বলেছেন, দিন-রাত সবসময় মানুষ মশার উপদ্রবে অতিষ্ঠ… আমি অস্বীকার করব না, এই মশা নিয়ে আমি বিব্রত।
চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী। ফাইল ছবি, সংগৃহীত

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র রেজাউল করিম চৌধুরী বলেছেন, দিন-রাত সবসময় মানুষ মশার উপদ্রবে অতিষ্ঠ… আমি অস্বীকার করব না, এই মশা নিয়ে আমি বিব্রত।

আজ বুধবার চসিক মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। মেয়রের দায়িত্ব গ্রহণের এক বছর পূর্তি উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

তিনি বলেন, 'খালগুলোতে পানির স্রোত স্বাভাবিক না হওয়া পর্যন্ত মশার উপদ্রব কমবে না। আমরা যতই কাজ করি না কেন, কোনো সুফল আসবে না। জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ শেষ হওয়া পর্যন্ত মশার উপদ্রব থেকে মুক্তি পাওয়া দুরূহ।'

মেয়র বলেন, 'জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় খালে অস্থায়ী বাঁধ নির্মাণ করায় বিভিন্ন এলাকায় পানি জমে থাকায় মশার বংশবৃদ্ধি হচ্ছে। কিছুদিন আগে একটা খাল দেখতে গিয়েছিলাম। আমি একটা ঢিল ছুড়ে মারলাম আর সঙ্গে সঙ্গে শত শত মশা বেরিয়ে এলো। মাত্র তিন দিন আগে সিটি করপোরেশনের কর্মীরা ওই এলাকায় মশা নিরোধক ওষুধ স্প্রে করেছিলেন।'

'যতই প্রভাবশালী হোক না কেন, খাল-নালার কোনো অবৈধ দখলদারকে ছাড় দেওয়া হবে না,' যোগ করেন তিনি।

Comments

The Daily Star  | English
national election

US sanctions against Rab to stay: US State Department

The United States has said the sanctions imposed against Bangladesh's elite force Rab are not being withdrawn

1h ago