বিএনপি নেতা ফালুকে পলাতক দেখিয়ে প্রজ্ঞাপন প্রকাশের নির্দেশ

মোসাদ্দেক আলী | ছবি: সংগৃহীত

অর্থ পাচার মামলায় বিএনপির সাবেক সংসদ সদস্য মোসাদ্দেক আলী ফালু পলাতক উল্লেখ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রজ্ঞাপন প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত। আগামী ২৩ মের মধ্যে প্রজ্ঞাপন প্রকাশে সময়সীমা বেঁধে দিয়ে আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ কোর্টের বিচারক কে এম ইমরুল কায়েশ এই আদেশ দেন।

ক্যান্টনমেন্ট থানা পুলিশ তাকে গ্রেপ্তাতে ব্যর্থ হওয়ায় আদালত এই নির্দেশনা দিয়েছেন। গত বছরের ১৩ ডিসেম্বর একই আদালত ফালু ও আরও ২ জনের বিরুদ্ধে অভিযোগ গ্রহণ করেন। অভিযোগপত্রে ফালুকে পলাতক দেখানো হলে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দেন।

ফালু ছাড়া অন্য দুজন আসামি হলেন—আরএকে সিরামিকস লিমিটেডের ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস এ কে ইকরামুজ্জামান এবং স্টার সিরামিকস প্রাইভেট লিমিটেডের পরিচালক সৈয়দ এ কে আনোয়ারুজ্জামান। 
তারা দুজনই বর্তমানে জামিনে আছেন।

দুদকের সহকারী পরিচালক ও এই মামলার তদন্ত কর্মকর্তা ম. গুলশান আনোয়ার প্রধান গত বছরের ৩০ সেপ্টেম্বর সিনিয়র স্পেশাল জজ কোর্টের কাছে অভিযোগপত্র জমা দেন।

জামিন না নেওয়ায় বিএনপি চেয়ারপারমন খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা কমিটির সদস্য ফালুকে অভিযোগপত্রে 'পলাতক' দেখানো হয়।

২০১৯ সালের ১৩ মে উত্তরা পশ্চিম থানায় ফালু ও অন্য ৩ ব্যক্তির বিরুদ্ধে দুবাইয়ে ১৮৯ কোটি ৯২ লাখ টাকা পাচারের অভিযোগে মানি লন্ডারিং আইনের আওতায় মামলা করে দুর্নীতি দমন কমিশন।

Comments

The Daily Star  | English
street protests in Dhaka

The price of unchecked protest politics

Under the guise of “mob justice,” various groups, including students, have taken the law into their own hands.

4h ago