কলকাতার হোটেলে বাংলাদেশি নাগরিকের মরদেহ

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে পুলিশের বরাত দিয়ে জানানো হয়েছে, গতকাল বৃহস্পতিবার সেন্ট্রাল কলকাতা এলাকার এক হোটেল থেকে ৬৪ বছর বয়সী বাংলাদেশি এক নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মৃত মো. মইজুদ্দিন ঢাকার মিরপুর এলাকার বাসিন্দা। দুপুর ১টা ১৫ মিনিটে তাকে তার হোটেল রুমে মৃত অবস্থায় পাওয়া যায়।
প্রাথমিক তদন্তে কলকাতা পুলিশ জানায়, মৃত ব্যক্তির দেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, তিনি ঘুমন্ত অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
নাম প্রকাশ না করার শর্তে এক পুলিশ কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে জানান, 'ময়নাতদন্তের পর আমরা মৃত্যুর প্রকৃত কারণ জানতে পারব। তিনি গত ২২ মার্চ চিকিৎসার জন্য কলকাতায় এসেছিলেন। আমরা কলকাতায় বাংলাদেশি ডেপুটি হাইকমিশনকে এ বিষয়ে অবহিত করেছি।'
Comments