কলকাতার হোটেলে বাংলাদেশি নাগরিকের মরদেহ

মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে পুলিশের বরাত দিয়ে জানানো হয়েছে, গতকাল বৃহস্পতিবার সেন্ট্রাল কলকাতা এলাকার এক হোটেল থেকে ৬৪ বছর বয়সী বাংলাদেশি এক নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

মৃত মো. মইজুদ্দিন ঢাকার মিরপুর এলাকার বাসিন্দা। দুপুর ১টা ১৫ মিনিটে তাকে তার হোটেল রুমে মৃত অবস্থায় পাওয়া যায়।

 

প্রাথমিক তদন্তে কলকাতা পুলিশ জানায়, মৃত ব্যক্তির দেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, তিনি ঘুমন্ত অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

 

নাম প্রকাশ না করার শর্তে এক পুলিশ কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে জানান, 'ময়নাতদন্তের পর আমরা মৃত্যুর প্রকৃত কারণ জানতে পারব। তিনি গত ২২ মার্চ চিকিৎসার জন্য কলকাতায় এসেছিলেন। আমরা কলকাতায় বাংলাদেশি ডেপুটি হাইকমিশনকে এ বিষয়ে অবহিত করেছি।'

 

Comments

The Daily Star  | English
Bangladesh Bank reduces cash reserve requirement

Three banks agree to merge, two oppose

Among the five Shariah-based banks slated for merger by the central bank, three have agreed to the regulator’s plan, while two have opposed it during separate meetings in the last three days..Those that agreed are First Security Islami Bank PLC (FSIB), Global Islami Bank PLC (GIB), and Uni

40m ago