কালরাত স্মরণে ঢাকা ও চট্টগ্রামে মোমবাতি প্রজ্জ্বলন

একাত্তরের কালরাত স্মরণে রাত ৯ টা থেকে রাত ৯ টা ১ মিনিট পর্যন্ত সারাদেশে গণহত্যার শিকার শহীদদের স্মরণে ব্ল্যাকআউট পালিত হয়েছে। এছাড়া ঢাকা ও চট্টগ্রামে গণহত্যা দিবস স্মরণে আজ মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করা হয়।
আজ শুক্রবার গণহত্যা দিবস উপলক্ষে রাত ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এক মিনিটের প্রতীকী "ব্ল্যাকআউট" পালন করেছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। নির্মুল কমিটি ১৯৭১ সালের গণহত্যার জন্য আন্তর্জাতিক স্বীকৃতি দাবি করে আসছে।
কর্মসূচিতে শিক্ষামন্ত্রী দীপু মনি, জাসদ সভাপতি হাসানুল হক ইনুসহ অনেকে উপস্থিত ছিলেন।

এদিকে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সন্ধ্যা সাড়ে ৬টায় বঙ্গবন্ধু চত্বরে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি ও সংক্ষিপ্ত আলাচনা সভা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এবং উপ-উপাচার্য (একাডমিক) প্রফেসর বেনু কুমার দে এতে উপস্থিত ছিলেন।
এছাড়াও বন্দরনগরীর জামাল খান মোড়ে বোধন আবৃত্তি পরিষদ আয়োজনে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি আয়োজিত হয়েছে।
Comments