জন্মদিনে ‘রাজকুমার’র মহরত, শাকিব খানের বিপরীতে মার্কিন নায়িকা

চিত্রনায়ক শাকিব খানের জন্মদিন আজ সোমবার। এই দিনে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের একটি কনভেনশন সেন্টারে শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ব্যানারে নির্মিতব্য নতুন সিনেমার জমকালো মহরত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
চিত্রনায়ক শাকিব খান। ছবি: সংগৃহীত

চিত্রনায়ক শাকিব খানের জন্মদিন আজ সোমবার। এই দিনে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের একটি কনভেনশন সেন্টারে শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ব্যানারে নির্মিতব্য নতুন সিনেমার জমকালো মহরত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

হিমেল আশরাফ পরিচালিত সিনেমাটির নাম 'রাজকুমার'। সিনেমাটির সহপ্রযোজক হিসেবে আছেন জাকারিয়া মাসুদ ও কাজী রিটন। 

সিনেমার অন্যতম প্রযোজক জাকারিয়া মাসুদ যুক্তরাষ্ট্র থেকে দ্য ডেইলি স্টারকে বলেন, 'শাকিব খানকে নিয়ে আজকে যে সিনেমার মহরত হবে, সেটি একটি আন্তর্জাতিক মানের সিনেমা হবে। এই সিনেমা শুধু বাংলাদেশে নয়, যুক্তরাষ্ট্রের বেশ কিছু সিনেমা হল, মধ্যপ্রাচ্য, ভারতসহ অনেক দেশে মুক্তি পাবে। বাংলাদেশের সব রেকর্ড ছাড়িয়ে যাবে এই সিনেমা দিয়ে।'

'শাকিব বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নায়ক। তার সঙ্গে এটি আমার প্রথম প্রজেক্ট। আমি গত ২০ বছর ধরে নাটকসহ অনেক অনুষ্ঠান প্রযোজনা করে আসছি। এই প্রথম সিনেমা প্রযোজনা করতে যাচ্ছি। কোনো কমতি রাখব না সিনেমা নির্মাণে। আমেরিকার একজন নায়িকা থাকছেন শাকিব খানের বিপরীতে। আজ জমকালো আয়োজনে শাকিব খানের জন্মদিনে সবকিছু জানানো হবে। আশা করছি আগামী জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে আমেরিকায় সিনেমার শুটিং শুরু করব। শুধু এই সিনেমা নয় আরও অনেক প্রজেক্ট করব আগামীতে। বাংলাদেশের সিনেমা এগিয়ে নিতে এটি আমাদের ছোট্ট প্রয়াস', যোগ করেন তিনি।

শাকিব খান ডেইলি স্টারকে বলেন, 'জন্মদিনে আমেরিকায় আমার নতুন একটি সিনেমার মহরত হচ্ছে। এটা আমার জন্য অনেক ভালোলাগার একটা বিষয়। চোখ বন্ধ করে বলতে পারি এটি একটি আন্তর্জাতিক মানের সিনেমা হবে।'

'এই সিনেমার গল্প, চরিত্র সবকিছু নিয়ে অনেক চিন্তা-ভাবনা হয়েছে। সিনেমা মুক্তিও হবে আন্তর্জাতিকভাবে। নির্মাণশৈলীতে প্রযুক্তির ব্যবহার থাকবে। এ ছাড়া, অনেকগুলো চমক থাকবে সিনেমায়', বলেন তিনি।

Comments

The Daily Star  | English
economic challenges for interim government

The steep economic challenges that the interim government faces

It is crucial for the interim government to focus on setting a strong foundation for future changes.

9h ago