রূপপুরে কাজাখস্তান নাগরিককে হত্যা: কারাগারে ৩ বেলারুশ নাগরিক

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আবাসিক এলাকা গ্রিন সিটিতে কাজাখস্তান নাগরিককে হত্যার ঘটনায় ৩ বেলারুশ নাগরিককে কারাগারে পাঠানো হয়েছে।
স্টার অনলাইন গ্রাফিক্স

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আবাসিক এলাকা গ্রিন সিটিতে কাজাখস্তান নাগরিককে হত্যার ঘটনায় ৩ বেলারুশ নাগরিককে কারাগারে পাঠানো হয়েছে।

আজ সোমবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

৩ বেলারুশ নাগরিক হলেন- আরবানাভিসুস ভিটালি (৪৪), ফেদারভিচ হেনাজ (৪২) ও মেতসেভার উলাদজিমির (৪৩)। তারা  রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'রোববারর রাতে নিকিমত এটমস্ত্রয় কোম্পানির ডিরেক্টর ইউরিফিডরভ পাসপোর্ট বাদী হয়ে ঈশ্বরদী থানায় এই ৩ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।'

'মামলার বাদী উল্লেখ করেন প্রকল্পের আবাসিক এলাকায় তার প্রতিষ্ঠানের এক কর্মীকে হত্যা ও অপরজনকে গুরুতর আহত করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে তিনি ওই ৩ জনকে দেখতে পান। তাদের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নিতে মামলায় আবেদন করা হয়েছে,' যোগ করেন ওসি।

তিনি আরও বলেন, 'পুলিশ এ ঘটনার তদন্ত করছে। মামলা দায়েরের পর আটক ৩ বেলারুশ নাগরিককে গ্রেপ্তার দেখিয়ে সোমবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তাদের মধ্যে একজনের ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।'

এর আগে, শনিবার রাতে প্রকল্পের আবাসিক এলাকা গ্রিন সিটিতে ঠিকাদারি প্রতিষ্ঠান নিকিমতের কর্মী ভ্লাদিমেস সেভটসকে (৫০) ছুরিকাঘাত করে হত্যা করা হয়। এ সময় ওই কোম্পানির আরও একজন আহত হয়। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে।'

রূপপুর প্রকল্পের সাইট অফিসের ইনচার্জ রুহুল কুদ্দুস দ্য ডেইলি স্টারকে বলেন, 'এটি একটি অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনা। এ ঘটনায় প্রকল্পের সবাই বিব্রত। তবে, এ ঘটনায় প্রকল্পের কাজে কোন ব্যাঘাত ঘটেনি।'

এ প্রকল্পে প্রায় ৪ হাজার বিদেশি শ্রমিক কাজ করছেন বলে জানান তিনি।

Comments

The Daily Star  | English

Floods cause Tk 14,421 crore damage in eastern Bangladesh: CPD study

The study highlighted that the damage represents 1.81 percent of the national budget for fiscal year (FY) 2024-25

24m ago