কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্রয়ের খুঁটিনাটি

ছবি: টুইটার

এশিয়া মহাদেশের মাটিতে দ্বিতীয়বারের মতো হতে যাচ্ছে বিশ্বকাপ। ২০২২ সালের আসরের আয়োজক কাতার। আগামী ২১ নভেম্বর শুরু হয়ে ১৮ ডিসেম্বর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে ফুটবলের সর্বোচ্চ আসর। এর আগে একবারই এশিয়ায় হয়েছিল বিশ্বকাপ। ২০০২ সালে ফুটবলের মহাযজ্ঞ যৌথভাবে আয়োজন করেছিল জাপান ও দক্ষিণ কোরিয়া।

ড্র কবে, কখন, কোথায়?

আগামী শুক্রবার বাংলাদেশ সময় রাত ১০টায় কাতারের দোহায় বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হবে।

যখন ড্র অনুষ্ঠিত হবে, তখন ২৯টি দলের বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়ে যাবে। বাকি থাকবে ইউরোপ অঞ্চলের একটি প্লে-অফ ও দুটি আন্তঃমহাদেশীয় প্লে-অফ ম্যাচ।

কীভাবে হবে ড্র?

ফিফা র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে চারটি পটে অংশগ্রহণকারী ৩২টি দলকে ভাগ করা হবে। স্বাগতিক কাতার থাকবে এক নম্বর পটের প্রথম স্থানটিতে। অর্থাৎ বিশ্বকাপে 'এ' গ্রুপের এক নম্বর দল হবে তারা। এই পটে তাদের সঙ্গী হবে র‍্যাঙ্কিং অনুসারে শীর্ষ সাত দল।

প্রতিটি পটের একটি করে দল জায়গা পাবে 'এ' থেকে 'এইচ' পর্যন্ত আটটি গ্রুপে। এক নম্বর পট খালি হওয়ার পর যথাক্রমে দুই, তিন ও চার নম্বর পট থেকে দলগুলোকে বেছে নেওয়া হবে।

ড্রয়ের নিয়মকানুন কী কী?

ইউরোপ বাদে বাকি মহাদেশগুলোর একাধিক দল থাকতে পারবে না একই গ্রুপে। তবে প্রত্যেক গ্রুপে ইউরোপের অন্তত একটি অথবা সর্বোচ্চ দুইটি দলকে রাখতে হবে।

৩২ দলের জন্য বিশ্বকাপে কীভাবে জায়গা বরাদ্দ থাকে?

প্রতিটি মহাদেশের জন্য নির্দিষ্ট জায়গা বরাদ্দ থাকে। বর্তমানে যে পদ্ধতিতে জায়গা বরাদ্দ করা হয়, তা চালু করা হয়েছিল ২০০৬ সালে জার্মানিতে অনুষ্ঠিত আসর থেকে।

আয়োজক বাদে ইউরোপ থেকে ১৩টি, আফ্রিকা থেকে পাঁচটি, দক্ষিণ আমেরিকা থেকে চারটি, এশিয়া থেকে চারটি ও উত্তর আমেরিকা থেকে তিনটি দল বাছাইপর্বের মাধ্যমে সরাসরি অথবা নিজ মহাদেশে প্লে-অফ খেলে বিশ্বকাপের টিকিট পায়।

বাকি দুটি দল নির্ধারিত হয় আন্তঃমহাদেশীয় প্লে-অফের মাধ্যমে। এবার এশিয়ার একটি দল মুখোমুখি হবে উত্তর আমেরিকার একটি দলের, দক্ষিণ আমেরিকার একটি দল লড়বে ওশেনিয়ার একটি দলের সঙ্গে।

এখন পর্যন্ত বিশ্বকাপ নিশ্চিত করেছে কারা?

এখন পর্যন্ত ২০টি দল বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে। উত্তর আমেরিকা থেকে কানাডা ৩৬ বছর পর উঠলেও বিস্ময় জাগিয়ে ইউরোপের বাছাইপর্ব থেকে বাদ পড়ে গেছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি।

স্বাগতিক: কাতার (সরাসরি)।

ইউরোপ: ফ্রান্স, জার্মানি, স্পেন, বেলজিয়াম, ইংল্যান্ড, নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া, ডেনমার্ক, সার্বিয়া ও সুইজারল্যান্ড।

দক্ষিণ আমেরিকা: ব্রাজিল, আর্জেন্টিনা, ইকুয়েডর ও উরুগুয়ে।

এশিয়া: দক্ষিণ কোরিয়া, ইরান, জাপান ও সৌদি আরব।

উত্তর আমেরিকা: কানাডা।

Comments

The Daily Star  | English

Putin-Trump summit: What each side wants

The US and Russian presidents Donald Trump and Vladimir Putin are to meet at a US air base in Alaska on Friday for talks on the Ukraine war.

1h ago