৪ প্রতিষ্ঠানকে আবারও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে তলব
ভোজ্য তেল সরবরাহে মিল পর্যায়ের বিভিন্ন অনিয়মের বিষয়ে সরবরাহকারী ৪ প্রতিষ্ঠানের প্রতিনিধিদের দেওয়া ব্যাখায় সন্তুষ্ট না হওয়ায় তাদের আবারও তলব করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আগামী বুধবার আবারও এই ৪ প্রতিষ্ঠানকে সংস্থাটিতে গিয়ে ব্যাখ্যা দিতে হবে।
আজ বুধবার সরবরাহকারী এই ৪ প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কাছ থেকে ব্যাখ্যা শোনা হয়।
দেশের ভোজ্য তেল পরিশোধনকারী কোম্পানিগুলো ফেব্রুয়ারি মাসের তুলনায় মার্চে বাজারে তেলের সরবরাহ কমিয়ে দিয়েছে। কোম্পানিগুলোর সরবরাহ কেন কমেছে তার ব্যাখ্যা জানতে চেয়েছিল অধিদপ্তর।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রশাসন ও অর্থ বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, প্রতিষ্ঠানগুলো আজ যে ব্যাখা দিয়েছে তাতে আমরা সন্তুষ্ট হতে না পেরে তাদের আগামী বুধবার অধিকতর শুনানির জন্য ডাকা হয়েছে। তবে প্রতিষ্ঠানগুলো পরিদর্শন শেষে এখন পর্যন্ত আমরা তাদের মধ্যে ইতিবাচক পরিবর্তন দেখতে পাচ্ছি।
Comments