বিশ্বকাপ ড্রয়ের আগে 'নার্ভাস' নন আর্জেন্টিনা কোচ স্কালোনি

ভাগ্য পরীক্ষায় গ্রুপ পর্বে প্রতিপক্ষ যারাই হোক না কেন, কাউকেই হালকা করে দেখছেন না আর্জেন্টাইন কোচ।

২০২২ কাতার বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা মহাদেশের বাছাইপর্ব অনায়াসে পার হয়েছে আর্জেন্টিনা। পয়েন্ট তালিকার দুইয়ে থেকে তারা নিশ্চিত করেছে ফুটবলের সর্বোচ্চ আসরের টিকিট। এবার পালা চূড়ান্ত মঞ্চের প্রতিদ্বন্দ্বীদের জেনে নেওয়ার। বিশ্বকাপ ড্রয়ের কয়েক ঘণ্টা বাকি থাকতে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি জানিয়েছেন, মোটেও চিন্তিত নন তিনি।

শুক্রবার বাংলাদেশ সময় রাত ১০টায় বিশ্বকাপের আয়োজক কাতারের রাজধানী দোহায় বিশ্বকাপ ড্র অনুষ্ঠিত হবে। অংশ নিতে যাওয়া ৩২টি দল জেনে যাবে গ্রুপ পর্বে কাদের মুখোমুখি হবে তারা।

কনমেবল অঞ্চলের বাছাইয়ে এবার দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দেখিয়েছে দারুণ সফলতা। ১৭ ম্যাচ খেলে একটিতেও হারেননি লিওনেল মেসি-আনহেল দি মারিয়ারা। ১১ জয় ও ৬ ড্রয়ে তাদের পয়েন্ট ৩৯। পয়েন্ট তালিকায় স্কালোনির শিষ্যদের উপরে আছে কেবল চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল। আর্জেন্টিনার মতো ১৭ ম্যাচে অপরাজিত থেকে তারা ইতোমধ্যে অর্জন করেছে ৪৫ পয়েন্ট, যা দক্ষিণ আমেরিকা মহাদেশের বাছাইয়ে রেকর্ড।

ড্র উপলক্ষে কাতারে অবস্থান করছেন স্কালোনি। প্রতিপক্ষদের নাম জানার আগে নিজ দেশের গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের কাছে তিনি বলেছেন নির্ভার থাকার কথা, 'আমি কেন নার্ভাস থাকব? ড্রয়ে যা হওয়ার তা-ই হবে। ড্রয়ের পর আমরা প্রতিপক্ষদের নিয়ে খুঁটিনাটি বিশ্লেষণ করব।'

গত বছর ব্রাজিলের মাটিতে আর্জেন্টিনাকে কোপা আমেরিকার শিরোপা জেতানো কোচ স্কালোনি অতীতে ড্রয়ের আগে ঘাবড়ে যাওয়ার বিষয়টি অবশ্য অস্বীকার করেননি, 'আগে আমি এই বিষয়টিকে ভিন্নভাবে দেখতাম। কিন্তু আমি এখন তুলনামূলকভাবে বেশ শান্ত থাকি।'

ভাগ্য পরীক্ষায় গ্রুপ পর্বে প্রতিপক্ষ যারাই হোক না কেন, কাউকেই হালকা করে দেখছেন না আর্জেন্টাইন কোচ, 'ড্রতে যা-ই ঘটুক না কেন, আমাদের সেটা মেনে নিতে হবে সর্বোত্তম উপায়ে। আর আমি নিশ্চিত যে, সব প্রতিপক্ষই আমাদের জন্য কঠিন হবে।'

বাছাইপর্বে আর একটি ম্যাচ বাকি আছে আর্জেন্টিনার, যার দিনক্ষণ চূড়ান্ত হয়নি। সেখানে তারা মোকাবিলা করবে রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলকে। গত বছর সেপ্টেম্বরে ম্যাচটি মাঠে গড়ানোর কথা ছিল। কিন্তু আর্জেন্টিনার চার ফুটবলার করোনাভাইরাস প্রোটোকল ভঙ্গ করায় শুরু হওয়ার কয়েক মিনিট পর তা স্থগিত হয়ে যায়। 

Comments

The Daily Star  | English

History of student protests in the USA

American campuses -- home to some of the best and most prestigious universities in the world where numerous world leaders in politics and academia have spent their early years -- have a potent history of student movements that lead to drastic change

2h ago