৪ বছর পর সালাউদ্দিন লাভলু ও মাসুম রেজা একসঙ্গে

মাসুম রেজার লেখা ও সালাউদ্দিন লাভলুর পরিচালনায় ঝড়ে বক পড়ে নাটকের শুটিং শুরু হয়েছে। ছবি: সংগৃহীত

সালাউদ্দিন লাভলু ও মাসুম রেজা জুটির সাড়া জাগানো নাটক রঙের মানুষ। জনপ্রিয় এই নাটকটির কথা এখনো মানুষের মুখে শোনা যায়।

এরপর মাসুম রেজার রচনায় সালাউদ্দিন লাভলু পরিচালনা করেন ভবের হাট। এই ধারাবাহিকটিও যথেষ্ট দর্শকপ্রিয়তা পেয়েছিল।

এরপর এই নাট্যকারের লেখা আরও নাটক ও টেলিফিল্মে সালাউদ্দিন লাভলু পরিচালনা করলেও কোনো ধারাবাহিক করেননি। এর মাঝে কেটে গেছে ৪ বছর।

দীর্ঘ ৪ বছর পর মাসুম রেজার লেখা ঝড়ে বক পড়ে নাটকের শুটিং করছেন সালাউদ্দিন লাভলু।

৬ পর্বের এই নাটকের শুটিং চলছে পূবাইলে। আসছে ঈদে নাটকটি প্রচারিত হবে।

সালাউদ্দিন লাভলু বুধবার রাতে দ্য ডেইলি স্টারকে বলেন, 'মাসুম রেজা আমার খুব ঘনিষ্ঠজন। অনেক বছর ধরে আমরা একসঙ্গে কাজ করছি। দুজনে মিলে বেশ কয়েকটি আলোচিত নাটক দর্শকদের উপহার দিতে পেরেছি।'

তিনি বলেন, 'মাসুম রেজা মঞ্চ নাটক, ফিল্মের স্ক্রিপ্ট লেখা নিয়ে অনেক ব্যস্ত ছিলেন। সেজন্য এতদিন নাটক চাইনি। এবার ফোন করে একটি নাটক চাওয়ার পর লিখে দিলেন।

মাসুম রেজা ডেইলি স্টারকে বলেন, 'রঙের মানুষ, ভবের হাটসহ বেশ কিছু নাটক আমরা একসঙ্গে করেছি। আমাদের নাটক দর্শকদের অনেক চেনা। এবার লম্বা বিরতির পর লাভলুর জন্য নাটক লিখেছি।'

'ঝড়ে বক পড়ে' নাটকটি এবারের ঈদে একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে বলে জানান তিনি।

এতে অভিনয় করছেন হিমি, জয়রাজ, মম, আলী, জুনাইয়েদ, পারভেজ, সুস্মি প্রমুখ।

লাভলু বলেন, 'ঝড়ে বক পড়ে নাটকটির গল্প গ্রামীণ পটভূমিতে লেখা। কিছুটা কমেডি ঘরানার। গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে নানারকম ঘটনা ঘটবে এই নাটকে।'

এবারের ঈদের জন্য তিনি আরও একটি নাটক পরিচালনা করেছেন। নাটকটির নাম হারাধনের একটি বাগান।

এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, শাহনাজ খুশি প্রমুখ।

Comments

The Daily Star  | English

Thousands march to Suhrawardy Udyan amid traffic diversions across Dhaka

The party’s first-ever political rally at the historic venue is scheduled to begin at 2:00pm

1h ago