৪০ বছর পর আবার আসছে ‘হীরামন’

বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) ৪০ বছর আগের জনপ্রিয় অনুষ্ঠান ‘হীরামন’ নতুন করে প্রচার হতে যাচ্ছে।
নাটকের সেটে কুশীলবরা। ছবি: সংগৃহীত

বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) ৪০ বছর আগের জনপ্রিয় অনুষ্ঠান 'হীরামন' নতুন করে প্রচার হতে যাচ্ছে।

আজ রোববার বিটিভির ঢাকা কেন্দ্রের সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়।

আগামী কোরবানি ঈদের পর থেকে বাংলাদেশ টেলিভিশনে দেখা যাবে 'হীরামন'।

অনুষ্ঠান নির্বাহী (নাটক) মাহবুবা ফেরদৌস দ্য ডেইলি স্টারকে বলেন, 'হীরামন আবার নতুন করে প্রচার হবে, এটা নিঃসন্দেহে আনন্দের খবর। এতে মোট ১৯৩ জন অভিনয়শিল্পী কাজ করছেন। সব মিলিয়ে বড় আয়োজনে কাজ চলছে। এর শুটিং ও সম্পাদনা শেষ করে প্রচার হতে আগামী কোরবানি ঈদ পর্যন্ত সময় লেগে যাবে।'

লোক কাহিনী ও লোকগাঁথা অবলম্বনে নির্মিত 'হীরামন' দারুণ জনপ্রিয়তা পেয়েছিল। দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে থাকা লোকগাঁথা অবলম্বনে নির্মিত হতো এর প্রতিটি পর্ব।

নতুন করে বিটিভির স্টুডিওতে 'হীরামন' নাটকের 'রূপবান' এবং 'ডালিম কুমার' গল্পের শুটিং চলছে। এর নাট্যরূপ দিয়েছেন ফজলুল করিম, এস এম সালাহউদ্দিন, বেলাল হোসেন ও শুভাশীষ দত্ত তন্ময়।

'রূপবান' গল্পে অভিনয় করছেন নাইরুজ সিফাত, ইমতু রাতিশ, টুটুল চৌধুরী, কবির টুটুল, ফারজানা মিহি, তুষ্টি ও তপন হাফিজ।

'ডালিম কুমার' গল্পে অভিনয় করছেন এন কে মাসুক, সায়েম সামাদ, সাইকা, শিশির আহমেদ, মির আহসান, এসডি তন্ময়, তাসনিম নিষাদ ও শিলা।

Comments

The Daily Star  | English
Bangladesh Bank dissolves National Bank board

Bangladesh Bank again dissolves National Bank board

The bank’s sponsor director Khalilur Rahman made the new chairman

3h ago