বিচার আরও আগে হলে অন্য হামলাগুলো হতো না: মৌলি আজাদ

২০০৪ সালের ২৭ ফেব্রুয়ারি। লেখক, কবি, ভাষাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হুমায়ুন আজাদকে কুপিয়ে গুরুতরভাবে আহত করে চরমপন্থি সন্ত্রাসীরা। ওই বছরের ১২ আগস্ট জার্মানির মিউনিখে আঘাতের প্রতিক্রিয়াজনিত জটিলতায় মৃত্যুবরণ করেন তিনি।

২০০৪ সালের ২৭ ফেব্রুয়ারি। লেখক, কবি, ভাষাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হুমায়ুন আজাদকে কুপিয়ে গুরুতরভাবে আহত করে চরমপন্থি সন্ত্রাসীরা। ওই বছরের ১২ আগস্ট জার্মানির মিউনিখে আঘাতের প্রতিক্রিয়াজনিত জটিলতায় মৃত্যুবরণ করেন তিনি।

পুলিশের তদন্ত প্রতিবেদনে বলা হয়েছিল, এই হামলার জন্য উগ্রপন্থি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্যরা দায়ী। অবশেষে ১৮ বছর পর এই হত্যা মামলার রায় হতে যাচ্ছে।

আজ মামলার রায় ঘোষণার এই দিনে দ্য ডেইলি স্টারের সঙ্গে যুক্ত হয়েছেন অধ্যাপক আজাদের মেয়ে মৌলি আজাদ। সেই সঙ্গে দ্য ডেইলি স্টারের ফ্রিল্যান্স সাংবাদিক শরিফুল হাসানের বর্ণনায় থাকছে হামলার পর অধ্যাপক আজাদকে বাঁচানোর চেষ্টা এবং পরবর্তী অভিজ্ঞতা।

Comments

The Daily Star  | English
Impact of poverty on child marriages in Rasulpur

The child brides of Rasulpur

As Meem tended to the child, a group of girls around her age strolled past the yard.

12h ago