দিল্লিতে হনুমান জয়ন্তী মিছিলে সংঘর্ষ

ভারতের নয়া দিল্লির জাহাঙ্গীরপুরী এলাকায় হনুমান জয়ন্তী মিছিলে পাথর ছোড়ার অভিযোগে ২ সম্প্রদায়ের সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।
ছবি: এএফপি

ভারতের নয়া দিল্লির জাহাঙ্গীরপুরী এলাকায় হনুমান জয়ন্তী মিছিলে পাথর ছোড়ার অভিযোগে ২ সম্প্রদায়ের সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির সংবাদে বলা হয়েছে, সংঘর্ষের বিভিন্ন ভিডিওতে দেখা গেছে রাস্তার বিভিন্ন উভয় দিক থেকে বহু মানুষ একে অপরের দিকে পাথর ছুঁড়ে মারছে এবং পুলিশ বাঁধা দেওয়ার চেষ্টা করলে তারা পিছু হটে যাচ্ছে। 

দিল্লির পুলিশ কমিশনার রাকেশ আস্থানা বলেছেন, শুধু জাহাঙ্গীরপুরি নয়, সংলগ্ন অন্যান্য এলাকাতেও সংঘর্ষ দেখা গেছে।

'পরিস্থিতির ওপর নজর রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়া টহল তদারকি করতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের তাদের নিজ নিজ এলাকায় অবস্থান করতে বলা হয়েছে।'

তিনি এনডিটিভিকে বলেন, 'জাহাঙ্গীরপুরীর আশেপাশে র‌্যাপিড অ্যাকশন ফোর্সের (আরএএফ) দুটি কোম্পানিও মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় ২ পুলিশ সদস্য আহত হয়েছে, তবে তদন্তের পরই আঘাতের ধরন জানা যাবে।'

Comments

The Daily Star  | English

Will anyone take responsibility for traffic deaths?

The Eid festivities in April marked a grim milestone with a record number of road traffic accidents and casualties.

8h ago