পাকিস্তানে নতুন মন্ত্রিসভা শপথ নিয়েছে

পাকিস্তানের ৩৪ সদস্যের নতুন মন্ত্রিসভা আজ শপথ নিয়েছে।
আজ প্রেসিডেন্ট আলভির অনুপস্থিতিতে সিনেটের চেয়ারম্যান সাদিক সানজারানি মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেছেন। ছবি: ডন

পাকিস্তানের ৩৪ সদস্যের নতুন মন্ত্রিসভা আজ শপথ নিয়েছে।

জিও টিভির এক প্রতিবেদনে জানা গেছে, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মন্ত্রিসভায় ৩১ জন কেন্দ্রীয় মন্ত্রী, ৩ উপদেষ্টা ও ৩ জন প্রতিমন্ত্রী আছেন।

গতকাল সোমবার এই শপথ গ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা ছিল, তবে প্রেসিডেন্ট আরিফ আলভি এ অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব থেকে অব্যাহতি নিলে অনুষ্ঠানটি পিছিয়ে যায়।

আজ প্রেসিডেন্ট আলভির অনুপস্থিতিতে সিনেটের চেয়ারম্যান সাদিক সানজারানি মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেছেন।

মন্ত্রিসভা পরিষদের তালিকা অনুযায়ী, ক্ষমতাসীন জোটের প্রধান শরীক ও  ন্যাশনাল অ্যাসেম্বলির শীর্ষ দল পিএমএল-এন থেকে ১২ কেন্দ্রীয় মন্ত্রী, ২ প্রতিমন্ত্রী ও ২ উপদেষ্টা নিয়োগ দেওয়া হবে।

পিপিপি থেকে এসেছেন ৯ কেন্দ্রীয় মন্ত্রী, ২ প্রতিমন্ত্রী ও ১ উপদেষ্টা।

জেইউআইএফ থেকে ৪, এমকিউএম-পাকিস্তান থেকে ২ এবং জেডব্লিউপি, বিএপি ও পিএমএল-কিউ থেকে ১ জন করে মন্ত্রী নিয়োগ পেয়েছেন।

সূত্ররা জানায়, ক্ষমতাসীন জোট এখনও বর্তমান রাষ্ট্রপতিকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয়নি, কারণ এর জন্য জাতীয় ও আঞ্চলিক অ্যাসেম্বলির পূর্ণ সমর্থন প্রয়োজন।

ক্ষমতাসীন জোট কোনো একটি সুবিধাজনক সময়ে পরবর্তী প্রেসিডেন্ট কে হবেন তা নির্ধারণ করবে বলে জানা গেছে।

Comments

The Daily Star  | English

How to get your 2024 SSC results today

The candidates can get their results online or through SMS after 11:00am

40m ago