শ্রীলঙ্কায় ১ লিটার অকটেনের দাম ৩৭৩ রুপি

ছবি: রয়টার্স ফাইল ফটো

শ্রীলঙ্কায় এক লিটার অকটেনের দাম বেড়ে দাঁড়িয়েছে ৩৭৩ শ্রীলঙ্কান রুপিতে আর ১ লিটার ডিজেলের দাম গিয়ে দাঁড়িয়েছে ২৮৯ শ্রীলঙ্কান রুপি।

জ্বালানি তেলের চরম সঙ্কটে থাকা শ্রীলঙ্কায় আবারো তেলের দাম বাড়িয়ে এমন ঘোষণা দিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত সিলন পেট্রোলিয়াম করপোরেশন।

শ্রীলঙ্কার সংবাদমাধ্যম দ্য মিরর জানিয়েছে, আজ মঙ্গলবার মধ্যরাত থেকে নতুন নির্দেশনা কার্যকর হবে।

নতুন ঘোষণা অনুসারে, এক লিটার 'পেট্রোল অকটেন ৯২'র দাম ৩৩৮ শ্রীলঙ্কান রুপি ও 'অকটেন ৯৫'র দাম ৩৭৩ শ্রীলঙ্কান রুপি। এ ছাড়াও, এক লিটার 'অটো ডিজেল'র দাম ২৮৯ শ্রীলঙ্কান রুপি ও এক লিটার 'সুপার ডিজেল'র দাম ৩২৯ শ্রীলঙ্কান রুপি।

সংবাদ প্রতিবেদনে আরও বলা হয়, জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও তেল সঙ্কটের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীরা আজ সকাল থেকে দেশটির প্রধান সড়কগুলো অবরোধ করে রেখেছেন। এরমধ্যে রয়েছে— কলম্বো-ক্যান্ডি ও কলম্বো-চিলাও মহাসড়ক।

এ ছাড়াও, রেলপথ অবরোধের কারণে ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আইএমএফ'র কাছে জরুরি সহায়তার আবেদন

চলমান পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) কাছে জরুরি সহায়তা চেয়েছে শ্রীলঙ্কা।

গতকাল সোমবার দেশটির অর্থমন্ত্রীর এক সহযোগী টুইটারে এ তথ্য জানিয়েছেন বলে দ্য মিরর'র প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

শ্রীলঙ্কা আইএমএফ'র নিয়ম মেনে চলছে না উল্লেখ করে সংস্থাটির এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেছেন, দক্ষিণ এশিয়ার দেশটিকে বর্ধিত তহবিলের (ইএফএফ) অনুমোদন দিতে আইএমএফ'র ইতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে।

Comments

The Daily Star  | English

Rohingya influx: 8 years on, repatriation still elusive

Since the repatriation deal was signed with Myanmar in November 2017, Bangladesh tried but failed to send Rohingyas back.

10h ago