শিক্ষার্থী-ব্যবসায়ী সংঘর্ষ: ‘কিছুক্ষণের মধ্যে এটা কুল ডাউন হবে’

স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ছবি: স্টার ফাইল ছবি

রাজধানীর নিউমার্কেট এলাকায় শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে চলা সংঘর্ষ কিছুক্ষণের মধ্যে নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকা কলেজ এবং নিউমার্কেটের যে ঘটনাটি একটি ছোটখাটো ঘটনা নিয়ে তর্কাতর্কি, সহিংসতা হয়েছে। আমাদের নিরাপত্তা বাহিনী চরম ধৈর্যের সঙ্গে লক্ষ করছে এবং ব্যবস্থা নিচ্ছে। আমরা শুনলাম, ইট-পাটকেল নিক্ষেপে কয়েকজন আহত হয়েছেন। সাংবাদিক, ছাত্র-ব্যবসায়ী প্রাথমিক চিকিৎসার জন্য গেছেন। আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশ কাজ করছে। পুলিশ মহাপরিদর্শক তদারকি করছেন। আমরা মনে করি, কিছুক্ষণের মধ্যে এটা কুল ডাউন হবে। যারা এটা ঘটিয়েছেন তারা নিশ্চয়ই আইনের মুখোমুখি হবে।

ডিএমপি কমিশনার মুহা. শফিকুল ইসলাম বলেন, ছাত্ররা ১০ তলা ভবনের ছাদে উঠে বৃষ্টির মতো ইট-পাটকেল নিক্ষেপ করছে। তাদের প্রতিপক্ষ শ্রমিকদের বুঝিয়ে মার্কেটে ফেরানোর চেষ্টা করছি। আমাদের লক্ষ্য হলো একটা পক্ষকে যদি আমরা সরিয়ে আনতে পারি। শুধু নিউ মার্কেট না, আশে পাশের সব মার্কেটের শ্রমিকরা নেমে পড়েছে। পরিস্থিতি যত সহজ মনে হচ্ছে, আসলে অত সহজ না। যেখানে যেখানে খবর পাচ্ছি, আমি পুলিশ পাঠাচ্ছি। টেকনিক্যাল কারণে ছাত্রদের সঙ্গে পুলিশের আচরণ একটি সফট।

রাজধানীতে যানজট বেড়ে যাওয়ার কারণ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকায় অনেকগুলো উন্নয়ন কাজ চলছে। সেটাও আমাদের যানজটের একটি কারণ। কোভিডের কারণে দীর্ঘ দিন বন্ধের পর সব ওপেন হয়েছে, ঈদ এসে গেছে। সবাই মার্কেটমুখী এবং সবাই হঠাৎ করে বাইরে যাতায়াত শুরু করেছে। যানজট নিরসনের জন্য আমাদের ট্রাফিক পুলিশের সঙ্গে সঙ্গে আমাদের নিরাপত্তা বাহিনী যথাসাধ্য চেষ্টা করছে। আগামী ৭ দিনের জন্য একটি কর্ম পদ্ধতি বের করেছেন। 

তিনি আরও বলেন, এলিভেটেড এক্সপ্রেস ওয়ে, মেট্রোরেল এবং অন্যান্য ফ্লাইওভারের জন্য কিছু রাস্তায় প্রতিবন্ধকতা আছে। মার্কেটগুলো এখন ছুটির দিনগুলোতে খোলা রাখছে। সে জন্য ঈদকে সামনে রেখে যানজট সৃষ্টি হয়েছে। পুলিশ বিভিন্ন পদ্ধতি বের করছে। আমরা আশা করি, দুয়েক দিনের মধ্যে যানজট কিছুটা হলেও নিয়ন্ত্রণ হবে বলে আমি বিশ্বাস করি।

Comments

The Daily Star  | English
fazlur rahman safety concern

‘As a freedom fighter, I have the right to live in peace’

Fazlur Rahman voices concern for his and family’s safety as protesters besiege his Dhaka home

1h ago