ব্যবসায়ী-শিক্ষার্থী সংঘর্ষ: সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জাতীয় পার্টির নিন্দা

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের | ছবি: ফাইল ফটো

রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের খবর সংগ্রহ করতে যাওয়া গণমাধ্যম কর্মীদের ওপর হামলার ঘটনায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের।

আজ মঙ্গলবার দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ের মিলনায়তনে এক মতবিনিময় সভায় তিনি বলেন, 'সংবাদ সংগ্রহ করতে গিয়ে গণমাধ্যম কর্মীরা বারবার হামলার শিকার হচ্ছেন। এর চেয়ে লজ্জাজনক ঘটনা আর হতে পারে না।'

জি এম কাদের বলেন, 'মাহে রমজানের পবিত্রতা ভেঙে যারা সন্ত্রাস ও নৈরাজ্য করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানাই।'

তিনি বলেন, 'গণমাধ্যম কর্মীদের ওপর হামলা মানে মুক্ত গণমাধ্যমের কণ্ঠরোধ করা।'

সোমবার দিবাগত রাতে রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষ শুরু হয়। আজ সকাল থেকে দফায় দফায় এ সংঘর্ষ চলতে থাকে।

সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়ে দ্য ডেইলি স্টারের আলোকচিত্রী প্রবীর দাশসহ কমপক্ষে ৭ জন সাংবাদিক আহত হয়েছেন।

Comments

The Daily Star  | English

Gunfight on Meghna: ‘Robbers’ attack new police camp in Munshiganj

Police suspect arms used in attack were stolen from other police stations last year

1h ago