লিভারপুল সমর্থকদের প্রশংসায় রোনালদো

নবজাতক সন্তান হারানোর শোকে কাতর ক্রিস্তিয়ানো রোনালদো। যে কারণে পরদিন লিভারপুলের বিপক্ষে মাঠে থাকতে পারেননি। তবে অ্যানফিল্ডে চিরপ্রতিদ্বন্দ্বী দলের এ তারকার প্রতি সেদিন ভালোবাসার হাত বাড়িয়ে দেন লিভারপুল সমর্থকরা। আর সে ভালবাসায় আপ্লুত রোনালদো। লিভারপুল সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন পাঁচ বারের ব্যলন ডি'অর জয়ী এ তারকা।

নবজাতক সন্তান হারানোর শোকে কাতর ক্রিস্তিয়ানো রোনালদো। যে কারণে পরদিন লিভারপুলের বিপক্ষে মাঠে থাকতে পারেননি। তবে অ্যানফিল্ডে চিরপ্রতিদ্বন্দ্বী দলের এ তারকার প্রতি সেদিন ভালোবাসার হাত বাড়িয়ে দেন লিভারপুল সমর্থকরা। আর সে ভালবাসায় আপ্লুত রোনালদো। লিভারপুল সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন পাঁচ বারের ব্যলন ডি'অর জয়ী এ তারকা।

সঙ্গী জর্জিনা রদ্রিগেজের সঙ্গে যমজ সন্তানের প্রত্যাশা করছিলেন রোনালদো। কিন্তু ম্যানচেস্টারের একটি হাসপাতালে কন্যা সন্তান সুস্থভাবে জন্মগ্রহণ করলেও মারা যায় তাদের পুত্র সন্তান। সামাজিকমাধ্যমে বিষয়টি নিজেই জানিয়েছিলেন এ পর্তুগিজ তারকা।

অথচ ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে লিভারপুলের প্রতিদ্বন্দ্বীতার ইতিহাস অনেক পুরনো। দুই দলের দ্বৈরথে বরাবরই উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে সবছাপিয়ে মঙ্গলবার লিভারপুলের মাঠে ইউনাইটেড তারকা রোনালদো ও তার বান্ধবী জর্জিনা রদ্রিগেজের প্রতি সমবেদনা প্রকাশ করেন লিভারপুল ভক্তরা।

ম্যাচের সপ্তম মিনিটে অ্যানফিল্ডে উপস্থিত স্বাগতিক সমর্থকরা উঠে দাঁড়ায়। এক মিনিট ধরে করতালি দেন সমর্থকরা। একই সঙ্গে রোনালদোর জার্সি উঁচিয়ে গাইতে থাকেন তাদের ক্লাবসংগীত— 'তুমি কখনো একা হাঁটবে না।'

বৃহস্পতিবার সামাজিকমাধ্যমে লিভারপুল সমর্থকদের সেই ভিডিও পোস্ট করে তাদের প্রতি ভালোবাসা প্রকাশ করে রোনালদো লিখেছেন, 'একটি বিশ্ব… একটি খেলা… একটি বিশ্ব পরিবার… ধন্যবাদ, অ্যানফিল্ড। আমি এবং আমার পরিবার এই শ্রদ্ধা ও সমবেদনার মুহূর্ত কখনই ভুলব না।'

অবশ্য আগেরদিনই লিভারপুল সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন রোনালদোর বোন ও মা। এলমা আভেইরো লিখেছেন, 'এর জন্য তোমাকে ধন্যবাদ লিভারপুল। আজ তোমরা যা করেছ তা কোনোদিন আমরা ভুলব না।' আরেক বোন কাতিয়া আভেইরো লিখেন, 'ফুটবলকে ছাপিয়ে গিয়েছে তাদের এই পদক্ষেপ।'

রোনালদোর মা ডোলোরেস আভেইরো বাইবেল থেকে একটি উদ্ধৃতি পোস্ট করে লিখেছেন, 'তোমার হৃদয়ের সবটুকু দিয়ে ঈশ্বরে বিশ্বাস করো এবং নিজের বোঝার ওপর নির্ভর করো না। সমস্ত পথে তুমি তাকে স্বীকার করো এবং তিনি তোমার পথ নির্দেশ করে দিবেন।'

Comments

The Daily Star  | English

Law enforcers stop protesters from breaking thru Bangabhaban barricade

A group of protesters attempted to break through the security barricade in front of Bangabhaban around 8:30pm

9m ago