‘ফেরেশতের মেকাপে কেউ চিনতে পারেনি আমাকে’

জয়া আহসান। ছবি: শাহরিয়ার কবির হিমেল/স্টার

ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম পরিচালিত 'ফেরেশতে' সিনেমায় অভিনয় করছেন জয়া আহসান। ঢাকার বিভিন্ন লোকেশনে গত ২০ দিন শুটিং করছেন এই অভিনেত্রী।

আজ শনিবার সন্ধ্যায় সিনেমাটির বিষয়ে কথা বলেছেন জয়া আহসান ও সিনেমা সংশ্লিষ্টরা।

‘ফেরেশতে’ সিনেমার বিষয়ে কথা বলছেন (বা থেকে) মুমিত আল রশীদ, জয়া আহসান এবং মুর্তজা অতাশ জমজম। ছবি: স্টার

জয়া আহসান দ্য ডেইলি স্টারকে বলেন, 'চলচ্চিত্রের কোনো ভাষা নেই, সেটা কাজ করতে গিয়ে দেখলাম। এই সিনেমার পরিচালক ইরানি ভাষা ছাড়া আর কোনো ভাষা বোঝেন না। কিন্তু তার সঙ্গে কাজ করতে গিয়ে কোনো সমস্যা হয়নি।'

তিনি আরও বলেন, 'এই সিনেমা আমার ক্যারিয়ারে নতুন কিছু যোগ করবে। এখানে আমি এক সংগ্রামী নারীর চরিত্রে অভিনয় করেছি। যাদের চোখের সামনে প্রতিদিন দেখি, এমনই এক চরিত্রে। সিনেমার শুটিংয়ে অনেক জায়গায় গেছি, কিন্তু এই সিনেমার মেকাপে কেউ চিনতে পারেনি আমাকে।'

জয়া আহসান। ছবি: শাহরিয়ার কবির হিমেল/স্টার

'ইরান ও বাংলাদেশে সিনেমাটি মুক্তি পাবে। বাংলাদেশে বাংলা ভাষায় মুক্তি পাবে, ইরানে যখন মুক্তি পাবে তখন ইরানি ভাষায় সাবটাইটেল থাকবে,' যোগ করেন তিনি।

পরিচালক মুর্তজা অতাশ জমজম দ্য ডেইলি স্টারকে বলেন, 'সিনেমার গল্পটা একজন রিকশাওয়ালার। একদিন হয়তো ঢাকার কাওরানবাজার, নিউমার্কেট, রেলস্টেশন এমন থাকবে না, কিন্তু এই সিনেমায় স্মৃতি থেকে যাবে।'

Comments

The Daily Star  | English

The consensus to keep women out

The project of egalitarianism cannot be subcontracted to the very custodians of inequality.

9h ago