‘আমি আছি দুই ফরম্যাটে, টেস্টের প্রশ্নটা তো আসছে না’

Mustafizur Rahman
ফাইল ছবি: ফিরোজ আহমেদ

একাধিক পেসার চোটে থাকায় লাল বলে চুক্তিতে না থাকা মোস্তাফিজুর রহমানের আবার টেস্টে ফেরানো নিয়ে চলছে আলোচনা। বিসিবি প্রধান জানিয়েছেন দরকার হলে শ্রীলঙ্কা সিরিজেই খেলানো হবে তাকে। তবে এই পেসার জানাচ্ছেন, বিসিবির নিয়ম মেনেই টেস্ট না খেলার অপশন আগেই বেছে নিয়েছেন তিনি।

দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএল খেলতে মোস্তাফিজ এখন আছেন ভারতে। সেখান থেকেই দ্য ডেইলি স্টারকে জানালেন বোর্ডের দেওয়া অপশনই বেছে নিয়ে চলছেন তিনি ,  'আগে অপশন দিয়েছিল কে কোন সংস্করণ খেলতে চায় জানাতে, এরকম অপশন আমাকে দিয়েছিল আগের বছর। ওই সময় সুরক্ষা বলয় টলয় মিলিয়ে আমারও মন মানসিকতা ছিল না। (টেস্ট খেলার)'

ওয়ানডে ও টি-টোয়েন্টির চুক্তি থাকা বাঁহাতি এই পেসার জানালেন, তার সঙ্গে হওয়া চুক্তি অনুযায়ী এখন টেস্টের প্রসঙ্গ আসার কথা না,  'আমি আছি দুই ফরম্যাটে। টেস্টের প্রশ্নটা তো আসছে না। ওখান থেকে তো আমাকে জানাবে কিছু। তারপর না কিছু বলব।'

সাদা বলের ক্যারিয়ারকে লম্বা করতে  বেছে বেছে খেলার পক্ষে মোস্তাফিজ, সেজন্য তিনি চান টেস্টটাকে আপাতত দূরে রাখতে, 'এখন আন্তর্জাতিক এত খেলা। আমার দেশের কিছু দেওয়ার থাকলে একটু বেছে খেলা ভাল, যাতে লম্বা সময় সেবা দিতে পারি দেশের হয়ে।'

'আমার কথা হলো আমি সুস্থ থেকে অনেকদিন খেলতে চাই। এরকম লক্ষ্য থাকলে কিছু জিনিস ত্যাগ করতে হবে। না হলে আপনি পারবেন না।'

'আমি দুইটা সিরিজ ভাল খেললাম, পরেরটায় চোটে পড়লাম। তিন ফরম্যাট খেললে হতেই তো পারে। এসব মাথায় নিয়ে আরকি।'

তবে এই সংস্করণ একেবারেই ছেড়ে দেবেন কিনা এমন চূড়ান্ত সিদ্ধান্তও নিচ্ছেন না তিনি। আইপিএল শেষ করে দেশে ফিরে এসব ব্যাপার আলাপ করার ইচ্ছা তার, 'খেলা-টেলা শেষ করে দেশে এসে কথা বলব। তারপর সিদ্ধান্ত নেব।'

এবারের আইপিএল শেষ হবে ২৯ মে। তার মাঝেই ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ। বিসিবির কাছ থেকে আইপিএলে পুরো আসর খেলার অনুমতি পাওয়া মোস্তাফিজের এই সিরিজ খেলার কথা ছিল না। তবে শনিবার ইফতার মাহফিল শেষে বোর্ড প্রধান জানান, 'আমাদের যখন দরকার সে (মোস্তাফিজ) অবশ্যই টেস্ট খেলবে। শ্রীলঙ্কা সিরিজে যদি দরকার হয় অবশ্যই সে খেলবে।'

বিসিবি প্রধানও অবশ্য জানান, টেস্ট না খেলার অপশন আগে থেকেই বেছে নিয়েছেন মোস্তাফিজ, 'আমরা একটা ফরম দিয়েছিলাম কারা কোন ফরম্যাটে খেলতে চায়। সেখানে অনেকে তিন ফরম্যাট খেলবে বলেছে। মোস্তাফিজ কিন্তু টেস্টে নাম লেখায়নি। সে কিন্তু বলেনি টেস্ট খেলতে চায়।'

সম্প্রতি কাঁধের চোটে আছেন তাসকিন আহমেদ, শারীরিক এক সমস্যায় অস্ত্রোপচার করাতে হবে শরিফুল ইসলামের। ইবাদত হোসেনও হালকা চোটে মাঠের বাইরে। মোস্তাফিজ অবশ্য জানাচ্ছেন, এরা কেউ না থাকলেও শ্রীলঙ্কা সিরিজ চালিয়ে নেওয়ার মতো ব্যাকআপ পেসার এখন বাংলাদেশের আছে, 'এখন ১০-১৫ জনের একটা গ্রুপ আছে পেস বোলারদের। তিন ফরম্যাট যদি ওইভাবে চিন্তা করি তাহলে কারো উপর বেশি চাপ পড়বে না।'

'আমরা সবাই কাছাকাছি (মানের) আছি। এটা (শ্রীলঙ্কা সিরিজ) নিয়ে চিন্তা করছি না।'

Comments

The Daily Star  | English

India committed to improving ties with China, Modi tells Xi

Modi was speaking to Xi on the sidelines of the summit of the Shanghai Cooperation Organisation regional security bloc.

2h ago