আমি আরও ৩ বছর আছি: সমর্থকদের দুয়োয় নেইমারের জবাব
লঁসের বিপক্ষে ড্র করে আগের দিন লিগ ওয়ানের শিরোপা নিশ্চিত করেছে পিএসজি। তবে তাতেও মন ভরেনি সমর্থকদের। এমনকি নেইমার-মেসি-রামোসরা যখন শিরোপা উল্লাসে মাতেন তখন তাদের উল্টো দুয়ো দিয়ে মাঠ ছাড়েন তারা। তবে ম্যাচ শেষে সমর্থকের এমন আচরণে উল্টো খোঁচা মেরেছেন নেইমার।
পার্ক ডি প্রিন্সে শনিবার রাতে লিগ ওয়ানের ম্যাচে লঁসের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে পিএসজি। তাতেই শিরোপা নিশ্চিত হয়ে যায় দলটির। আগেই শিরোপার কাছাকাছি চলে আসা দলটির জন্য এদিন প্রয়োজন ছিল কেবল ১ পয়েন্টের। মেসির দূরপাল্লার অসাধারণ গোলেই কাঙ্ক্ষিত পয়েন্টটি পায় তারা।
তবে ম্যাচ শেষে দেখা যায় বিরল এক চিত্র। সমর্থকরা নেইমার-মেসি-এমবাপেদের সঙ্গে শিরোপা উদযাপনে যোগ না দিয়ে মাঠ ছাড়তে থাকেন। এমনকি যাওয়ার সময় উল্টো দুয়ো দেন তাদের। এমন কাণ্ডে স্বাভাবিকভাবেই বিস্মিত খেলোয়াড়রা।
তবে বিষয়টি বাড়াবাড়িই মনে হয়েছে নেইমারের। নিজ সমর্থকদের কাছ থেকে দুয়ো শুনে হতাশ নেইমার। ম্যাচ শেষে বলেছেন, 'পিএসজির সঙ্গে আমার চুক্তির মেয়াদ এখনও রয়েছে। আমি এখানে আরও তিন বছর আছি। তাই দুয়ো দেওয়া বন্ধ করুন, আর নইলে আপনাদের আরও দম লাগবে।'
সমর্থকদের আচরণে হতাশ মার্কো ভেরাত্তিও, 'ভক্তরা উদযাপন করেননি? এটা এমন কিছু যা আমি বুঝতে পারছি না। এটা ফুটবল, কখনো তুমি জিতবে কখনো হারবে। আমরা সাধারণ মানুষ, আমাদের ব্যর্থতা থাকতেই পারে। আমরা চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারিনি, কিন্তু প্রতিবছর শুধুমাত্র একটি ক্লাবই তা জিততে পারে। আমি জানি তারা মাদ্রিদের হারে হতাশ ছিল, কিন্তু এক পর্যায়ে আপনাকে এগিয়ে যেতে হবে। (সমর্থকদের) জানতে হবে যে আমরা ফুটবল মাঠে সবকিছুই দিয়ে থাকি।'
তবে সমর্থকরা কী করছেন তা নিয়ে ভাবছেন না দলের আরেক তারকা কিলিয়ান এমবাপে, 'আমরা নিজেদের মধ্যে শিরোপা উদযাপন করেছি। মৌসুম শেষ হওয়ার অনেক আগেই আমরা নিজেদের নিরাপদ জায়গায় নিতে পেরেছি। আমরা খুব খুশি। আমার আনন্দ কেউ নষ্ট করতে পারবে না। আমরা অনেক ত্যাগ স্বীকার করেছি এবং ইতিহাসে নাম লেখাতে চাই। ব্যক্তিগতভাবে (সমর্থকদের প্রতিক্রিয়ার প্রভাব) আমার ওপর পড়ে না। আমি শিরোপা জিততে পেরেই খুশি।'
মূলত চ্যাম্পিয়ন্স লিগের ব্যর্থতার কারণেই এমন আচরণ সমর্থকদের। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে প্রথম লেগে এগিয়ে থেকেও দ্বিতীয় লেগে রিয়াল মাদ্রিদের মাঠে বিধ্বস্ত হয় পিএসজি। তখন থেকেই মেসি-নেইমারদের উপর ক্ষেপে আছেন সমর্থকরা। এরপর মেসি-নেইমারদের পায়ে বল গেলেই দুয়ো দেন তারা।
Comments