ফারহান-তিশার ‘ওয়েডিং ক্রাশ’

‘ওয়েডিং ক্রাশ’ নাটকের একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

মুশফিক আর ফারহান ও তানজিন তিশা জুটি হয়ে প্রথমবার কোনো নাটকে অভিনয় করেছেন। এবার ঈদে তাদের দেখা যাবে 'ওয়েডিং ক্রাশ' নাটকে।

জাকারিয়া সৌখিন পরিচালিত নাটকটি বিষয়ে মুশফিক আর ফারহান বলেন, 'যেকোনো নতুন অভিজ্ঞতাই আমি উপভোগ করি। তানজিন তিশার সঙ্গে প্রথম নাটক করার বিষয়টিও উপভোগ করেছি। খুব চমৎকার একটি গল্পের এই নাটকের চরিত্র ও সংলাপগুলো সবার মনে ধরবে বলে আশা করছি।'

তানজিন তিশা বলেন, 'এটি একটি রোমান্টিক গল্পের নাটক। যার পরিণতি দর্শকের মন ছুঁয়ে যাবে। নাটকটি দিয়ে প্রথমবার ফারহানের সঙ্গে কাজ করলাম। আমার বিশ্বাস, দর্শক আমাদের জুটি ও কেমিস্ট্রি পছন্দ করবেন।'

পরিচালক জাকারিয়া সৌখিন বলেন, 'নতুন জুটি মানে নতুন কেমিস্ট্রির সম্ভাবনা। অনেকদিন ধরে তারা ২ জনই বেশ ভালো কাজ করছেন, দর্শকের মনে জায়গা করে নিয়েছেন। আমার প্রত্যাশা দর্শক ব্যাপকভাবে এই জুটিকে গ্রহণ করবেন।'

এবারের ঈদে নাটকটি সিএমভির ইউটিউব চ্যানেলে প্রচার হবে।

Comments

The Daily Star  | English

Govt issues notification banning AL activities

A Public Security Division joint secretary confirmed the matter

30m ago