স্ত্রীর মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় স্বামী নিহত

বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্সটি দুমড়েমুচড়ে যায়। ছবি: সংগৃহীত

বগুড়ার শেরপুর উপজেলায় বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। সোমবার দুপুরে উপজেলার বটতলা এলাকায় ঢাকাগামী বাস ও গাইবান্ধাগামী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-গাইবান্ধা সদর উপজেলার কমলা বাজারের বাসিন্দা আয়নাল হক (৫০) ও অ্যাম্বুলেসের চালক পিরোজপুরের কাউখালী উপজেলার বাসিন্দা দীন মোহাম্মদ (৩০)।

দুর্ঘটনার পর আয়নাল ঘটনাস্থলেই এবং হাসপাতালে নেওয়ার পথে দীন মোহাম্মদ মারা যান।

দুর্ঘটনায় আয়নাল হকের ছেলে ফিরোজ আলীসহ আরও ২ জন আহত হয়েছেন। তারা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ট্রাফিক পরিদর্শক বানিউল আনাম দ্য ডেইলি স্টারকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছন।

তিনি জানান, আয়নাল হক তার মৃত স্ত্রীকে ঢাকা থেকে অ্যাম্বুলেন্সে করে গাইবান্ধা নিয়ে যাচ্ছিলেন। ঢাকা-বগুড়া মহাসড়কের ঘোঘা বটতলা এলাকায় অ্যাম্বুলেন্সটি পৌঁছালে শ্যামলী পরিবহনের একটি বাস রংসাইডে গিয়ে সেটিকে ধাক্কা দেয়।

তিনি বলেন, 'আমরা বাসটিকে আটক করলেও, চালক পালিয়ে যেতে সক্ষম হয়েছে।'

'এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। মামলার করে মরদেহ হস্তান্তর করা হবে,' বলেন তিনি।

Comments