এক আসরে হাজার রান করে বিজয়ের রেকর্ড

anamul Haque Bijoy
এনামুল হক বিজয়।

লিস্ট-এ স্বীকৃতি পাওয়ার পর প্রথম ব্যাটসম্যান হিসেবে ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে হাজার রানের দ্বারপ্রান্তে ছিলেন এনামুল হক বিজয়। দুরন্ত ছন্দে থাকা এই ডানহাতি ব্যাটসম্যান সেই কাজটা করলেন আরও এক সেঞ্চুরিতে।

মঙ্গলবার বিকেএসপিতে রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে এই মাইলফলক স্পর্শ করেন তিনি। এক হাজার রান স্পর্শ করতে এদিন ৭০ রান দরকার ছিল বিজয়ের। ঝড়ো ব্যাটিংয়ে ৮২ বলে তিন অঙ্ক স্পর্শ করার সঙ্গে এই মাইলফলক স্পর্শ করেন তিনি।

প্রাইম ব্যাং ক্রিকেট ক্লাবকে ম্যাচ জিতিয়ে অপরাজিত থাকেন ৮৪ বলে ১১২ রানে। বিজয়ের রেকর্ডের দিনে ব্যাট হাতে দুর্বার ছিলেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালও। ৮১ বলে ৯ চার, ৭ ছক্কায় ১০৯ রানে অপরাজিত ছিলেন তামিম।

দুই ওপেনারের উত্তাল ব্যাটিংয়ের দিনে টাইগার্সকে ১০ উইকেটে হারিয়েছে প্রাইম ব্যাংক।

আগে ব্যাট করে ২২৯ রানে গুটিয়ে যায় টাইগার্স। তামিম-বিজয়ের ঝড়ো ব্যাটিংয়ে ২৪.২ ওভারে সেই রান তুলে ফেলে প্রাইম।

এবার প্রিমিয়ার লিগে ১৪ ম্যাচে ৮০.১৫ গড়ে বিজয়ের রান দাঁড়াল ১ হাজার ৪২। ৮ ফিফটি আর তিন সেঞ্চুরিতে এই রান পেতে ৯৭.৪৭ স্ট্রাইকরেট রাখতে পেরেছেন বিজয়।

২০১৩ সালে ঢাকা প্রিমিয়ার লিগ লিস্ট-এ স্বীকৃতি পায়। এরপর থেকে ২০১৯ সালে প্রাইম দোলেশ্বরের হয়ে সাইফ হাসানের ৮১৪ রানই ছিল সর্বোচ্চ। লিস্ট-এ স্বীকৃত পাওয়ার আগে অবশ্য ২০১১-১২ মৌসুমে মুশফিকুর রহিম ১৬ ম্যাচে ৯৫১ রান করেন। ২০০১ সালে মোহামেডানের হয়ে ১৬ ইনিংসে  ৯৪.৩৮ গড় ও ১১২.২৫ স্ট্রাইক রেটে ১২২৭ রান করেছিলেন স্টিভ টিকালো।

Comments

The Daily Star  | English

Parts of JP HQ set on fire

Protesters linked to Gono Odhikar Parishad demand ban on JP, accuse it of siding with Awami League

6h ago