বিকেএসপিতে সাকিব ঝড়

সম্ভাবনা ছিল লিস্ট-এ ক্রিকেটে দেশের হয়ে দ্রুততম ফিফটির রেকর্ডটা গড়ে ফেলার। শেষ পর্যন্ত অল্পের জন্য পারেননি। তবে কাজের কাজটা ঠিকই করেছেন সাকিব আল হাসান। ঝড়ো ব্যাটিংয়ে লিজেন্ডস অব রূপগঞ্জকে এনে দিয়েছেন বড় পুঁজি। এরপর বোলারদের সৌজন্যে বড় জয়ই মিলেছে দলটির।

সম্ভাবনা ছিল লিস্ট-এ ক্রিকেটে দেশের হয়ে দ্রুততম ফিফটির রেকর্ডটা গড়ে ফেলার। শেষ পর্যন্ত অল্পের জন্য পারেননি। তবে কাজের কাজটা ঠিকই করেছেন সাকিব আল হাসান। ঝড়ো ব্যাটিংয়ে লিজেন্ডস অব রূপগঞ্জকে এনে দিয়েছেন বড় পুঁজি। এরপর বোলারদের সৌজন্যে বড় জয়ই মিলেছে দলটির।

সাভারের বিকেএসপিতে মঙ্গলবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সুপার সিক্সের ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ১৯৬ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৯৩ রান করে তারা। জবাবে ২৯.২ ওভারেই মাত্র ৯৭ রানে গুটিয়ে যায় গাজী গ্রুপ।

শেখ জামাল ধানমন্ডি ক্লাব নিজেদের ম্যাচে হারলে শিরোপা জয়ের স্বপ্ন টিকে থাকবে রূপগঞ্জের। সেক্ষেত্রে নিজেদের ম্যাচে জয়ের পাশাপাশি রান রেটটাও বাড়িয়ে নেওয়ার দিকেও মনোযোগী হতে হতো তাদের। সে কাজটা দারুণভাবেই করেছে তারা। মূলত সাকিবের ওই টর্নেডো ইনিংসেই ভিতটা পেয়ে যায় দলটি। এরপর সে ভিতে ইমারত গড়তে সহায়তা করেন ভারতীয় রিক্রুট চিরাগ জানি।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৭১ রানের ওপেনিং জুটি পায় রূপগঞ্জ। এরপর ১২ রানের ব্যবধানে দুই উইকেট হারানো দলটির হাল নাঈম ইসলামকে নিয়ে ধরেন সাব্বির রহমান। গড়েন ১০৩ রানের জুটি। এরপর নাঈম আউট হলে মাঠে নামেন সাকিব। শুরু থেকেই ঝড় তুলে মার ২১ বলেই পূরণ করেন নিজের ফিফটি। শেষ পর্যন্ত খেলেন ২৬ বলে ৫৯ রানের ইনিংস। লিস্ট-এ ক্রিকেটে বাংলাদেশের দ্রুততম ফিফটির মালিক ফরহাদ রেজা। প্রাইম দোলেশ্বরের হয়ে ২০১৯ সালে মিরপুরে শেখ জামালের বিপক্ষে ১৮ বলে ফিফটি স্পর্শ করেছিলেন তিনি।

তবে দলের পক্ষে এদিন সর্বোচ্চ ৯০ রানের ইনিংস খেলেছেন সাব্বির। ১০ রানের জন্য সেঞ্চুরি মিস করা এ ব্যাটার এ রান করেছেন ৮৩ বলে। ৬টি চার ও ৩টি ছক্কায় নিজের ইনিংস সাজান তিনি। এছাড়া রাকিবুল হাসান নয়ন ৪৭ ও নাঈম ৪২ রানের ইনিংস খেলেন। গাজী গ্রুপের পক্ষে ২টী উইকেট উইকেট নিয়েছেন সৈয়দ খালেদ আহমেদ, রাকিবুল আতিক ও মারাজ মাহবুব নিলয়।

লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই আল-আমিন হোসেনের তোপে পড়ে গাজী গ্রুপ। দুই ওপেনারকে ছাঁটাই করেন এ পেসার। এরপর মিডল অর্ডার ধসিয়ে দেন চিরাগ। একাই ৫টি উইকেট তুলে নেন তিনি। ফলে ম্যাচে আর ঘুরে দাঁড়াতে পারেনি গাজী গ্রুপ।

দলের পক্ষে সর্বোচ্চ ৩২ রান করেন হুসনা হাবিব মেহেদী। এছাড়া মেহেরব হাসান ২৭ ও আরাফাত সানি ১৯ রান করেন। এই তিন ব্যাটারই কেবল দুই অঙ্ক স্পর্শ করেছেন। পাঁচ জন ব্যাটার খুলতে পারেননি রানের খাতা। রূপগঞ্জের হয়ে মাত্র ১৫ রান খরচ করে ফাইফার তুলে নেন চিরাগ। ২টি করে উইকেট নেন নাঈম ও আল-আমিন।

Comments

The Daily Star  | English

Law enforcers stop protesters from breaking thru Bangabhaban barricade

A group of protesters attempted to break through the security barricade in front of Bangabhaban around 8:30pm

31m ago