ঘরমুখী মানুষের এবারের ঈদযাত্রা

এবারের ঈদে মহামারির বিধিনিষেধ না থাকায় গত ২ বছরের তুলনায় অনেক বেশি সংখ্যক মানুষ রাজধানী ছাড়বে। ফলে, ঢাকা থেকে বের হওয়ার প্রধান ২টি মহাসড়ক এবং পদ্মা নদীর ফেরিঘাটে ঈদের ছুটিতে ঘরমুখো যাত্রীদের দীর্ঘ যানজটে পড়ার আশঙ্কা আছে।

এবারের ঈদে মহামারির বিধিনিষেধ না থাকায় গত ২ বছরের তুলনায় অনেক বেশি সংখ্যক মানুষ রাজধানী ছাড়বে। ফলে, ঢাকা থেকে বের হওয়ার প্রধান ২টি মহাসড়ক এবং পদ্মা নদীর ফেরিঘাটে ঈদের ছুটিতে ঘরমুখো যাত্রীদের দীর্ঘ যানজটে পড়ার আশঙ্কা আছে।

এছাড়া, মহাসড়কে নির্মাণকাজ, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা ও ফেরি স্বল্পতা যানজট বৃদ্ধির অন্যতম কারণ হতে পারে।

Comments

The Daily Star  | English

Heat takes a toll on expecting mothers

Pregnant women are more prone to heat-related illnesses like exhaustion and heatstroke

14h ago