বায়তুল মুকাররমে ঈদের প্রথম জামাত সকাল ৭টায়

বায়তুল মুকাররম জাতীয় মসজিদে প্রতি বছরের মতো এবারও পর্যায়ক্রমে ৫টি ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত শুরু হবে সকাল ৭টায়।
ছবি: প্রবীর দাশ

বায়তুল মুকাররম জাতীয় মসজিদে প্রতি বছরের মতো এবারও পর্যায়ক্রমে ৫টি ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত শুরু হবে সকাল ৭টায়।

প্রথম জামাতে ইমামতি করবেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মিজানুর রহমান। মুকাব্বির থাকবেন বায়তুল মুকাররম মসজিদের মুয়াজ্জিন মো. ইসহাক।

দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। এতে ইমামতি করবেন বায়তুল মুকাররমের পেশ ইমাম মুহিবুল্লাহিল বাকী নদভী, মুকাব্বির থাকবেন বায়তুল মুকাররমের সাবেক মুয়াজ্জিন মো. আতাউর রহমান,

এ ছাড়া তৃতীয় জামাত সকাল ৯টায়, চতুর্থ জামাত সকাল ১০টা এবং সকাল পৌনে ১১টায় সর্বশেষ জামাত অনুষ্ঠিত হবে। তৃতীয় জামাতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির আবু সালেহ পাটোয়ারী, মুকাব্বির থাকবেন বায়তুল মুকাররমের খাদেম মো. নাছির উল্লাহ; চতুর্থ জামাতে ইমামতি করবেন বায়তুল মুকাররমের পেশ ইমাম এহসানুল হক, মুকাব্বির থাকবেন বায়তুল মুকাররমের খাদেম মো. শহিদ উল্লাহ।

শেষ জামাতে ইমামতি করবেন বায়তুল মুকাররমের পেশ ইমাম মুহিউদ্দিন কাসেম, মুকাব্বির থাকবেন বায়তুল মুকাররমের খাদেম মো. রুহুল আমিন। কোনো জামাতে কোনো ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প হিসেবে দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মো. আব্দুল্লাহ। আজ শনিবার সকালে ইসলামিক ফাউন্ডেশন থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঈদ কবে জানা যাবে রোববার

পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা এবং পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে আগামীকাল রোববার সন্ধ্যা ৭টায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

দেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

টেলিফোন নম্বর: ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭।
ফ্যাক্স নম্বর: ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

2h ago