ঈদযাত্রায় শিমুলিয়ায় মোটরসাইকেলের ঢল

সকাল ৭টা থেকে পার হয়েছে ২ হাজার মোটরসাইকেল, অপেক্ষায় আরও ২ হাজার
ঘাট পরিস্থিতি স্বাভাবিক রাখতে এক নম্বর ফেরিঘাট দিয়ে শুধু মোটরসাইকেল পার করা হচ্ছে। ছবি: সাজ্জাদ হোসেন

মুন্সিগঞ্জের শিমুলিয়া, মাদারীপুরের বাংলাবাজার ও শরিয়তপুরের মাঝিকান্দি নৌপথের লঞ্চ ও স্পিডবোটে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। অন্যদিকে ফেরিতে মোটরসাইকেলের চাপ রয়েছে।

শনিবার দুপুর ১২টায় প্রায় ৪ শতাধিক ব্যক্তিগত গাড়ি পারের অপেক্ষায় আছে। ভোর থেকেই নৌপথে ঈদে ঘরমুখো মানুষের চাপ আছে। ৮৫টি লঞ্চ, ১৫৫টি স্পিডবোট ও ১০টি ফেরির মাধ্যমে পদ্মা পার হচ্ছে মানুষ। 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহমেদ জানান, শনিবার দুপুর ১২টায় শিমুলিয়া ঘাটে পারের অপেক্ষায় আছে প্রায় ৪ শতাধিক ব্যক্তিগত গাড়ি। ১০টি ফেরির মাধ্যমে এসব গাড়ি পার করা হচ্ছে। সকাল থেকে মোটরসাইকেলের চাপ আছে ঘাট এলাকায়। ঘাট পরিস্থিতি স্বাভাবিক রাখতে এক নম্বর ফেরিঘাট দিয়ে শুধু মোটরসাইকেল পার করা হচ্ছে।

তিনি জানান, নদীর অবস্থা স্বাভাবিক আছে। তবে নদীতে যেকোন সময় ঝড় হতে পারে। আসা যাওয়ায় একটি ফেরির প্রায় ৩ ঘণ্টা সময় লাগছে। গতকাল রাত সোয়া ৯টা থেকে ৯টা ৪৫ মিনিট পর্যন্ত ঝড়ের কারণে ফেরি পারাপার বন্ধ ছিল।

বিআইডব্লিউটিসি'র শিমুলিয়া ঘাটের আরেক ব্যবস্থাপক (বাণিজ্য) জামাল হোসেন জানান, প্রায় ২ হাজার মোটরসাইকেল পারের অপেক্ষায় আছে শিমুলিয়াঘাটে। এ ছাড়া প্রায় ২ হাজার মোটরসাইকেল সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পার হয়েছে।

Comments

The Daily Star  | English

Remittance rose 9% in August

However, August’s inflow was 2.22 percent lower than the previous month

1h ago