বঙ্গবন্ধু সেতুতে ২৪ ঘণ্টায় ৩ কোটি ১৮ লাখ টাকা টোল আদায়

বঙ্গবন্ধু সেতুতে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৩ কোটি ১৮ লাখ টাকা টোল আদায়ের মাধ্যমে নতুন রেকর্ড তৈরি হয়েছে। আজ শনিবার ভোর ৬টা পর্যন্ত এ সময়ে পার হয়েছে মোট ৪২ হাজার ১৯৯টি যানবাহন।

বঙ্গবন্ধু সেতুতে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৩ কোটি ১৮ লাখ টাকা টোল আদায়ের মাধ্যমে নতুন রেকর্ড তৈরি হয়েছে। আজ শনিবার ভোর ৬টা পর্যন্ত এ সময়ে পার হয়েছে মোট ৪২ হাজার ১৯৯টি যানবাহন।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের টাঙ্গাইল সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসান মাসুদ বাপ্পী দ্য ডেইলি স্টারকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগের রেকর্ডটি তৈরি হয় গত বছর ঈদুল ফিতরের আগে ১৩ মে। সেদিন ৫২ হাজার ৭৩০ টি যানবাহন থেকে ২ কোটি ৯৯ লাখ টাকা টোল আদায় হয়েছিল। এক দিনে সেতু দিয়ে পারাপার হওয়া যানবাহন সংখ্যা এবং আদায় হওয়া টোল-- দুই দিক থেকেই সেটা ছিল সর্বোচ্চ।

গত বছর মহামারির কারণে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ থাকলেও সেতু পারাপার হওয়া ছোট গাড়ি, প্রাইভেট কার, পিকআপ ভ্যান, মোটরসাইকেল এবং অন্যান্য হালকা গাড়ির সংখ্যা বেশি ছিল।

এবার ভারী গাড়ির সংখ্যা বেশি হওয়ায় পাশাপাশি সম্প্রতি টোলের হার বাড়ানোয় গত ঈদের তুলনায় যানবাহনের সংখ্যা কম হলেও বেশি টোল আদায় হয়েছে, যোগ করেন তিনি।

উল্লেখ্য, বঙ্গবন্ধু সেতু দিয়ে উত্তরের ১৬টি জেলা এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৫টিসহ মোট ২১টি জেলার যানবাহন চলাচল করে। স্বাভাবিক সময়ে এই সেতু দিয়ে দিনে ১২ থেকে ১৫ হাজার যানবাহন চলাচল করলেও ঈদে এই সংখ্যা ৪০ হাজার ছাড়িয়ে যায়।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

2h ago