অর্ধেকে নেমে এসেছে মধ্যবিত্তের ঈদ বাজেট
করোনা মহামারির দুই বছরে একদিকে মানুষের আয় কমেছে, অন্যদিকে বেড়েছে অতিদরিদ্র। পাল্লা দিয়ে বেড়ে চলেছে নিত্যপণ্যের দামও। টিসিবির লাইনে এখন দাঁড়াচ্ছেন মধ্যবিত্তরাও। বেশির ভাগ মধ্যবিত্ত এবং নিম্নমধ্যবিত্ত পরিবারগুলোর ঈদ বাজেট কমেছে।
ক্রেতারা বলছেন আগে ৫ সদস্যের পরিবারগুলোর ঈদ বাজেট যা ছিল তা নেমে এসেছে অর্ধেকে। অনেক পরিবার কেনাকাটা করছেন শুধু বাসার সবচেয়ে ছোট সদস্যটির জন্য।
কীভাবে সামঞ্জস্য ধরে রাখছে নিম্ন আয়ের মানুষ? দ্রব্যমূল্যের ঊর্দ্ধগতির বাজারে আদো কি ঈদ আনন্দ জমে উঠেছে? আজকের স্টার স্পেশালে থাকছে মধ্যবিত্তের ঈদ বাজেট।
Comments