ঈদকে ঘিরে সাজলো নারায়ণগঞ্জের সিনেমা হল

গত সপ্তাহেই ঈদকে ঘিরে পরিস্কার পরিচ্ছন্নতার কাজ শুরু করেছে সিনেস্কোপ সিনেমা হল কর্তৃপক্ষ। ছবি: সনদ সাহা/স্টার

করোনায় গত ২ বছর ঈদে বন্ধ থাকার পর নারায়ণগঞ্জের সিনেমা হলগুলো এবার আসন্ন ঈদুল ফিতরকে ঘিরে নতুন করে সাজানো হচ্ছে। ঈদ উপলক্ষে নায়ারণগঞ্জের সিনেস্কোপ ও নিউ মেট্রো হলে  মুক্তি পাচ্ছে ঈদের অন্যতম আলোচিত সিনেমা 'শান'। অন্যদিকে গুলশান সিনেমা হলে মুক্তি পাচ্ছে ঢালিউড তারকা শাকিব খান অভিনীত 'গলুই'। 

গত সপ্তাহেই টিকেটের দাম ৫০ টাকা বাড়িয়ে 'শান' এর অগ্রিম টিকেট বিক্রি শুরু করেছেন সিনেস্কোপ হল কর্তৃপক্ষ। সেইদিক থেকে পুরানো প্রধান দুটি সিনেমা হলে কিছুটা দেরিতে, প্রায় শেষ মুহূর্তেই ঈদের সিনেমার চুক্তি হয়েছে।

ঈদ উপলক্ষে প্রস্তুতি শেষ হলেও দর্শক আসা নিয়ে আশঙ্কার কথা জানিয়েছে হল কর্তৃপক্ষ।

গত সপ্তাহেই ঈদকে ঘিরে পরিস্কার পরিচ্ছন্নতার কাজ শুরু করেছে সিনেস্কোপ সিনেমা হল কর্তৃপক্ষ। দীর্ঘদিনের নষ্ট এসি খুলে নতুন এসি লাগানো হয়েছে। ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা 'শান' এর পোস্টার লাগিয়ে রাখা হয়েছে। ছোট মনিটরে চলছে সিনেমার ট্রেইলার। সিনেমার অগ্রিম টিকেটও বিক্রি করছেন তারা।

সিনেস্কোপের নির্বাহী পরিচালক রবি দ্য ডেইলি স্টারকে বলেন, '২০১৯ সালে ২০ সেপ্টেম্বর সিনেস্কোপ শুরু হয়। এরপর করোনার জন্য আমরা কোনো ঈদেই সিনেমা চালাতে পারিনি। ফলে আমাদের জন্য এবার প্রথম ঈদ। আর তাই দর্শকের চাহিদা অনুযায়ী হলের কিছু কাজ করানো হচ্ছে। এসি নষ্ট ছিল এর পরিবর্তে নতুন এসি লাগানো হয়েছে। কিছু লাইটিং ও একটা ডিজিটাল সাইনবোর্ড লাগানো হয়েছে।' 

তিনি বলেন, '১৮ মাস হল বন্ধ ছিল। এতো দিন শুধু ভর্তুকি দিতে হয়েছে। এবার ঈদে আমাদের এখানে চলবে 'শান'। এর জন্য দর্শকের ব্যাপক সারা পাচ্ছি। অগ্রিম টিকেট বিক্রি হচ্ছে। তাছাড়া ৭ মে'র শোয়েরর সব টিকেট বুকিং হয়ে গেছে। আশা করছি এ ঈদে কিছুটা ক্ষতি কাটিয়ে উঠতে পারবো।' 

'শান' সিনেমার অগ্রিম টিকেট কিনেছেন ফারহানা মিতু। দ্য ডেইলি স্টারকে তিনি বলেন, 'নারায়ণগঞ্জের হলগুলোতে ভালো পরিবেশ নেই। তাই ঢাকায় গিয়ে সিনেমা দেখতাম। তবে এখন পরিবেশ ভালো হওয়ায় এবার ঈদের সিনেমা এখানেই দেখবো।' 

অগ্রিম টিকেট কেনার বিষয়ে তিনি বলেন, 'ট্রেইলার দেখেছি, 'শান' অনেক ভালো সিনেমা হবে। তাছাড়া সিয়াম আমার প্রিয় নায়ক। ঈদের দিন ভিড় থাকবে। টিকেট যদি না পাই সেজন্য অগ্রিম টিকেট কিনেছি।' 

তবে টিকেটের দাম বাড়ানো নিয়ে কিছুটা ক্ষোভ প্রকাশ করেন তিনি। বলেন, 'সিনেস্কোপের টিকেট ছিল ১৫০ টাকা। কিন্তু ঈদকে কেন্দ্র করে ৫০ টাকা বাড়িয়ে ২০০ টাকা করা হয়েছে। এটা তাদের ঠিক হয়নি।' 

টিকেটের দাম বাড়ানোর বিষয়ে জানতে চাইলে সিনেস্কোপের নির্বাহী পরিচালক রবি বলেন, 'সব কিছুর খরচ বেড়েছে। সেজন্য টিকেটের দাম বেড়েছে। শান সিনেমার জন্য টিকেটের দাম বেশি নেওয়া হচ্ছে না। এখন থেকে সিনেস্কোপে সব সিনেমার টিকেটই ২০০ টাকা হবে।' 

এদিকে গত সপ্তাহে সরেজমিনে শহরের ডিআইটি এলাকায় 'গুলশান' সিনেমা হল ও খানপুর এলাকায় 'নিউ মেট্রো' সিনেমা হলে গিয়ে দেখা গেছে, সেখানে সুনশান নিরবতা। আসন্ন ঈদকে ঘিরে নেই নতুন সিনেমার পোস্টারও। তবে পুরানো সিনেমার পোস্টারগুলো পরিস্কার করে নতুন রঙ করা হয়েছে।

গত সপ্তাহে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মচারী দ্য ডেইলি স্টারকে বলেন, 'হলের বৈদ্যুতিক পাখা ঠিক করা হয়েছে। হলের ভেতর ও বাইরে পরিস্কার পরিচ্ছন্ন করা হয়েছে। তাছাড়া পুরানো হলেও সিনেমার পর্দা ও মেশিন সব কিছুই ভালো আছে। তাই পরিবর্তন করতে হয়নি।' 

ঈদ এক সপ্তাহ আগে গুলশান সিনেমা হলের ম্যানেজার তপন দে'কে তখন ফুটপাতে নিজের সানগ্লাসের দোকান সাজাতে ব্যস্ত থাকতে দেখা যায়। তাই হলের ভেতরে গিয়ে কথা বলতেও আগ্রহী নন তিনি। 

রাস্তায় দাঁড়িয়েই এই প্রতিবেদককে তিনি জানান, সিনেমার বিষয়ে প্রযোজকদের সঙ্গে এখনও কোনো চুক্তি হয়নি। ঈদে তিনটি সিনেমা মুক্তি পাবে। শাকিব খানের 'বিদ্রোহী' ও 'গলুই' আর সিয়ামের 'শান'। এ তিনটি সিনেমার প্রযোজকদের সঙ্গে কথা হচ্ছে। যেটি চুক্তি হবে সেই সিনেমা হলে চলবে। 

প্রস্তুতির বিষয়ে তিনি বলেন, 'এখন সিনেমা হলে দর্শক হয় না। তাই ঈদে সিনেমা নিয়ে তেমন কোনো প্রচার প্রচারণা নেই। আশা করছি ঈদে কিছু দর্শক পাবো। তবে কেমন দর্শক হবে সেটা নিশ্চিত না। তাই তেমন কোন পূর্ব প্রস্তুতি নেই।' 

আজ রোববার থেকে গুলশান সিনেমা হলে শাকিব খান অভিনীত 'গলুই' সিনেমার প্রচারণা শুরু হয়েছে। ঈদের দিন মুক্তি অপেক্ষায় থাকা এই সিনেমাটি নায়ারণগঞ্জের কেবল গুলশান হলেই দেখা যাবে।

অন্যদিকে ঈদের দিন থেকে নিউ মেট্রো সিনেমা হলে প্রদর্শিত হবে 'শান'। নিউ মেট্রো সিনেমা হলের অপারেটর সোহাগ খান দ্য ডেইলি স্টারকে বলেন, 'ঈদের প্রস্তুতি হিসেবে সিনেমার কাপড়ের পর্দা ধুয়ে পরিস্কার করা হয়েছে। নতুন কিছু বৈদ্যুতিক পাখা লাগানো হয়েছে। এছাড়া অন্য সব মেশিন, আসন ইত্যাদি ভালো আছে।' 

তিনি বলেন, 'করোনায় বন্ধ থাকার পর হল খুলেও দর্শক ১০ থেকে ১৫ জনের বেশি হয়নি। এ কয়েকটা টিকেট বিক্রি করে হলের খরচও উঠে না। তাই রমজান মাস জুড়েই হল বন্ধ ছিল।' 

'ঈদে কিছু দর্শক হয়। তবে চারটি শো চলে না। ১২টা, ৩টা ও ৬টা এই তিনটি শোতে কিছু দর্শক থাকলেও রাত ৯টার শোতে কোনো দর্শক থাকে না। আর ঈদের ৩ দিন দর্শক থাকলেও বাকি দিন দর্শক পাওয়া যায় না। তাই দর্শক হবে কিনা এ নিয়ে আশঙ্কা আছে,' বলেন তিনি।

Comments

The Daily Star  | English

Yunus meets Chinese ambassador to review China visit, outline next steps

Both sides expressed a shared commitment to transforming discussions into actionable projects across a range of sectors

6h ago