মায়োর্কাকে হারিয়ে দ্বিতীয় স্থানে বার্সা

ঘরের মাঠে টানা তিন হারে চলতি মৌসুমে শিরোপাশূন্য থাকা নিশ্চিত হয়ে গেছে বার্সেলোনার। তবে সে হতাশা কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে দলটি। মায়োর্কাকে হারিয়ে লিগ টেবিলে ফের দ্বিতীয় স্থানে উঠে এসেছে তারা। তাতে আগামী মৌসুমে সুপার কোপায় খেলা সম্ভাবনা বাড়ল কাতালানদের।

রোববার রাতে ন্যু ক্যাম্পে লা লিগার ম্যাচে মায়োর্কাকে ২-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। দলের হয়ে গোলদুটি করেছেন মেমফিস ডিপাই ও সের্জিও বুসকেতস। সফরকারীদের হয়ে একটি গোল শোধ করেন আন্তনিও রাইয়ো।

আগের দিনই এস্পানিওলকে উড়িয়ে দিয়ে লিগ শিরোপা পুনরুদ্ধার করে রিয়াল মাদ্রিদ। চার ম্যাচ বাকি থাকতেই শিরোপা নিশ্চিত করা দলটির সংগ্রহ ৮১ পয়েন্ট। দুই ওঠা বার্সার সংগ্রহ ৩৪ ম্যাচে ৬৬। সমান ম্যাচে সেভিয়ার পয়েন্ট ৬৪। ৬১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে অ্যাতলেতিকো মাদ্রিদ।

এদিন ম্যাচে মাঠের প্রাধান্য রেখেই খেলে বার্সা। ৭১ শতাংশ সময় বল পায়ে ছিল তাদেরই। শটও নেয় ১৭টি। যার মধ্যে ৫টি লক্ষ্যে রাখতে পারে তারা। অন্যদিকে ৬টি শট নিয়ে ২টি লক্ষ্য রাখে সফরকারীরা।

এদিন ম্যাচের ষষ্ঠ মিনিটে পিয়েরে-এমেরিক অবামেয়াংয়ের হেড মায়োর্কা গোলরক্ষক সের্জিও রিকো ঝাঁপিয়ে না ঠেকালে এগিয়ে যেতে পারতো বার্সা। ১৯তম মিনিটে সুযোগ ছিল মায়োর্কার ফের নিনোরও। কিন্তু অবিশ্বাস্যভাবে উড়িয়ে মারেন।

২৪তম মিনিটে রোনালদ আরাহো হেডে বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোল মেলেনি। পরের মিনিটেই অবশ্য এগিয়ে যায় দলটি। জর্দি আলবার বাড়ানো বল ডি-বক্সে দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে লক্ষ্যভেদ করেন মেমফিস।

৫২তম মিনিটে ফেরান তোরেসের শট ক্লিয়ার করতে গিয়ে বল প্রায় জালে ঢুকিয়ে দিয়েছিলেন রাইয়ো। পোস্টে লেগে ফিরে আসে। তিন মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন বুসকেতস। তোরেসের শট প্রতিহত করেন এক ডিফেন্ডার। আলগা বল পেয়ে লক্ষ্যভেদ করেন বুসকেতস।

৭৩তম মিনিটে তোরেস জালে বল পাঠালেও ভিএআরের সাহায্যে অফসাইডের বাঁশি বাজান রেফারি। ছয় মিনিট পর ব্যবধান কমায় সফরকারীরা। সালভা সেভিয়ার দারুণ ফ্রি-কিক থেকে বল পেয়ে দারুণ এক ভলিতে গোলটি করেন রাইয়ো। এরপর সফরকারীরা গোল শোধের চেষ্টা চালিয়েও গোল না পেলে জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সা।

Comments

The Daily Star  | English

Exports grow 8.58% in FY25

However, June’s shipment fell 7.55% year-on-year

49m ago